বাংলাহান্ট ডেস্কঃ বেতন বৃদ্ধির বিষয়ে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । নবান্নের তরফে এবার সরকারিভাবে বেতন বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হল । নবান্নের তরফে জানানো হয়েছে , ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বাড়বে নয়া বছরে বেতন বাড়বে শিক্ষকদেরও।
অতিথি শিক্ষক, আংশিক সময়ের শিক্ষক এবং চুক্তিভিত্তিক পূর্ণসময়ের শিক্ষকদের একসাথে স্টেট এডেড কলেজ টিচার নামে একটি সংগঠন করা হয়েছে । পার্ট টাইম শিক্ষকদের সংশ্লিষ্ট কলেজের পরিচালন সমিতির তরফে নিয়োগপত্র দেওয়া হবে। তবে তার জন্য ডিপিআই-এর অনুমোদন আবশ্যিক। পার্টটাইম শিক্ষকদের নিয়োগের জন্য শূন্য পদ তৈরি করা হবে। ১৩ জুলাইয়ের আগে যারা যোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে কার্যকরী হবে এই নতুন বেতন।
নবান্নের তরফে আরো জানানো হয়েছে যে, এই তিন স্তরের শিক্ষক ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। তবে পরিস্থিতি অনুসারেপরিচালন সমিতি তাঁদের চাকরি থেকে বরখাস্ত করতে পারবে । এই শিক্ষকদের প্রয়োজনে অন্যত্র বদলিও করা যাবে। তবে যে সব শিক্ষক একাধিক কলেজে পড়ান তাদের জন্য নির্দিষ্ট একটি অপশন বেছে নিতে হবে। নতুন বছরের শুরু থেকেই ( ০১/০১/২০২০) থেকেই কার্যকরী হবে এই নতুন আর্থিক সুবিধা।
রাজ্য সরকারের এই নতুন পরিকল্পনার ফলে উপকৃত হতে চলেছেন রাজ্যের কয়েক হাজার অতিথি শিক্ষক, আংশিক সময়ের শিক্ষক এবং চুক্তিভিত্তিক পূর্ণসময়ের শিক্ষক। প্রসঙ্গত, বেতন বৃদ্ধি নিয়ে এর আগে সরব হয়ে ছিল বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকরা। গত ১১ নভেম্বর থেকে বিকাশ ভবনের উল্টোদিকে বিক্ষোভে বসেন তারা,সম কাজে সম বেতনের দাবি নিয়ে গত ১৫ নভেম্বর থেকে ২৮দিন অনশন করেন তারা ।দীর্ঘদিন কম বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা দাবি আদায়ে আন্দোলনে নেমেছিলেন।