নিয়মিত পর্নমুভি দেখা ছেলেরাই হয় একজন পারফেক্ট স্বামী,বলছে গবেষণা!

 

বাংলা hunt ডেস্কঃ টিভিতে কিংবা অনলাইনে পর্নোগ্রাফি দেখা নিয়ে নানা জনের না মত থাকতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন এক সমীক্ষা বলছে যারা পর্নোগ্রাফি দেখে তারা খারাপ নয়। বরং তারা মহিলাদের অন্যদের তুলনায় বেশি শ্রদ্ধা করেন। যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এক সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যলর তথ্য।

সমীক্ষার ফলাফল জার্নাল অফ সেক্স রিসার্চ-এ প্রকাশিত হয়। সমীক্ষায় দেখা গেছে, গত এক বছর যাবত যারা পর্ন দেখেছেন তারা যথেষ্ট উদার মনের। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে তারা মন ঘৃণা করেন। এবং তারা মহিলাদের অন্তর থেকে শ্রদ্ধা করেন।

Why Do Men Watch Porn 1

মহিলাদের প্রতি তাদের মনোভাব সবসময় ইতিবাচক। ১০ হাজার পুরুষ ও ১৪ হাজার মহিলার ওপর এই সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার রিপোর্টেই উঠে আাসে এই তথ্য।আর এই ধরনের ছেলেদের স্বামী হিসেবে পেতেও পছন্দ করে মেয়েরা।

Udayan Biswas

সম্পর্কিত খবর