বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যাশামতো বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ওরফে জগত্ প্রকাশ নাড্ডা। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এই উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে দলের সাংগঠনিক প্রধান হিসাবে নবনিযুক্ত হলেন নাড্ডা। অমিতা শাহের স্থলাভিষিক্ত হলেন নাড্ডা।

Nadda 1

এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা দেন বর্তমানে কার্যকরী সভাপতির দায়িত্বে থাকা নাড্ডা। ১০ থেকে ১২ পর্যন্ত মনোনয়পত্র জমা করার সময় দেওয়া হয়েছিল। নাড্ডা ছাড়া কেউই আর মনোনয়ন জমা করেননি।  দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সময় ছিল। সেসময়ও অতিবাহিত হয়ে যোয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সভাপতি হিসেবে নির্বাচিত হন জে পি নাড্ডা। নবনির্বাচিত সভাপতিকে  অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।এছাড়া তাঁর অন্যান্য সহকর্মীরাও তাঁকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। দলের সকলের সম্মতিতেই সংগঠনের শীর্ষ পদে বসলেন নাড্ডা। বলা বাহুল্য, দায়িত্ব অনেকটাই বেড়ে গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।

nadda 780x405 1

 

এতদিন দলের ব্যাটন মোদি সেনাপতি অমিত শাহের হাতেই ছিল।২০১৯ এর লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কাঁধে নেওয়ার পর বিজেপির কার্যনির্বাহী সর্বভারতীয় সভাপতি হিসাবে জে পি নাড্ডাকে নির্বাচিত করা হয়েছিল।

২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন জে পি নাড্ডা । এই রাজ্যে বসপা-সপা-আরএলডি জোট থাকা সত্ত্বেও ৮০ টি আসনের মধ্যে ৬২টি আসনে জিতেছে বিজেপি । আর তাতে মোদি-অমিত শাহের ভরসার জায়গা অনেকটাই বাড়িয়েছেন নাড্ডা।

 

সম্পর্কিত খবর