বাংলাহান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই চমক দিয়েছিল Samsung। বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল এই সংস্থার Samsung Galaxy S10 Lite। এবার এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হল আজ। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ওয়ালা মেইন ক্যামেরা যুক্ত এই ফোনের দাম বেশ কম। ভারতে Samsung Galaxy S10 Lite এর দাম 39,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। যদিও 6GB RAM ভেরিয়েন্টে আপাতত এই ফোন লঞ্চ করেনি কোম্পানিটি। প্রিজম হোয়াইট, প্রিজম ব্ল্যাক ও প্রিজম ব্লু রঙে এই ফোন পাওয়া যাবে।
Samsung Galaxy S10 Lite ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। Snapdragon 855 চিপসেট। 8GB RAM আর 128GB স্টোরেজ। 4,500 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। এই ফোনের ওজন 186 গ্রাম।48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রি-বুক করলে মাত্র 1,999 টাকা দামে Samsung Galaxy S10 Lite ফোনের স্ক্রিন একবার বদলে নেওয়া যাবে।
Galaxy S10 Lite ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছ 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
ফ্লিপকার্টে এই ফোন টি ক্রয় করতে চাইলে আপনার জন্য রয়েছে অভাবনীয় সুযোগ। তবে এর জন্য অবশ্যই আপনার থাকতে হবে একটি ওয়ানপ্লাস ৫ মোবাইল। সেই পুরোনো মোবাইলটি এক্সচেঞ্জ করলেই পাবেন সব মিলিয়ে প্রায় ১০ হাজার টাকার কাছা কাছি ছাড়।