বাংলাহান্ট ডেস্কঃ ৩১ জানুয়ারি থেকেই ব্যাঙ্ক বন্ধের জেরে সমস্যায় সাধারন মানুষ। আজও ব্যাঙ্ক ধর্মঘট থাকার দরুন টাকা তোলা বা জমা দেওয়া করতে পারছেন না কেউই। টাকা মিলছে না এটিএমেও। আগামী কাল রবিবার হওয়ায় ভোগান্তি পোহাতে হবে আরো একদিন। এরই মধ্যে জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ১২ দিনের ছুটি রয়েছে।
এই কয়দিন পাওয়া যাবে না ব্যাঙ্কের কোনো পরিষেবাই। আজ ছাড়া প্রতিদিনই চালু থাকবে এ টি এম। কিন্তু এত ছুটির মধ্যে যদি আবার ব্যঙ্ক ধর্মঘট ডাক দেন ব্যঙ্ক কর্মীরা সে ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে সাধারন মানুষকেই। জেনে নিন কোন কোন দিন থাকছে ব্যঙ্ক বন্ধ
- ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের জন্য দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক
- ২ ফেব্রুয়ারি রবিবার ছুটি থাকার কারণে দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক
- ৪ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ৯ ফেব্রুয়ারি রবিবার বন্ধ ব্যাঙ্ক
- ১৫ ফেব্রুয়ারি ইম্ফলে লুই-নগাই এর জেরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ১৬ ফেব্রুয়ারি রবিবার বন্ধ ব্যাঙ্ক
- ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজী জয়ন্তীর জেরে বেলাপুর, নাগপুর ও মুম্বইয়ে বন্ধ ব্যাঙ্ক
- ২০ ফেব্রুয়ারি আইজলে স্টেট ডে বন্ধ ব্যাঙ্ক
- ২১ ফেব্রুয়ারি শিবরাত্রী ৷ আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
- ২২ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার ৷ ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ২৩ ফেব্রুয়ারি রবিবার ব্যাঙ্কের ছুটি
- ২৪ ফেব্রুয়ারি গ্যাংটকে লোসরের জেরে বন্ধ ব্যাঙ্ক