বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাস কবলিত মৃত্যুপুরী চিন থেকে ৩২৩ জনকে ফিরিয়ে আনা হল ভারতে। করোনার আঁতুরঘর থেকে বাঁচাতে ভোর ৩.১০ নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে ফেরত এল ৩৩০ জন । সকাল ৯.৪৫ নাগাদ রবিবার ইন্দিরা গান্ধী বিমান বন্দরে পৌঁছল বিমানটি। বিদেশমন্ত্রকের ট্যুইটে এই তথ্য জানা গিয়েছে ।
এমনকি মালদ্বীপের নাগরিকদেরও করোনা ভাইরাস থেকে বাঁচাতে উদ্ধার করা হয়েছে । তার জন্য সে দেশের তরফে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে । সে দেশের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহি জানিয়েছেন ৭ জন মালদ্বীপের নাগরিককে উদ্ধার করেছে ভারত সরকার ।
গত শনিবার উহান থেকে ৩২৩ জন ভারতীয়কে বোয়িং ৭৪৭ বিমানে দেশে ফেরানো হয়েছিল । সেদিন জ্বর থাকার কারণে অবশ্য ৬ ভারতীয়কে উঠতে দেওয়া হয়নি । এবারও একই কারণে ৪ ভারতীয়কে চিনের তরফে আটকে দেওয়া হয়েছে ।
এই মুহুর্তে করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব তটস্থ হয়ে রয়েছে । চিনের অবস্থা তো অত্যন্ত সঙ্কটজনক । লাফিয় লাফিয়ে বাড়ছে সেখানে মৃতের সংখ্যা । আক্রান্তের সংখ্যা লক্ষাধিক । এ পরিস্থিতিতে গোটা বিশ্বে জরুরি অবস্থা জারি করে দিয়েছে ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেশনস । আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে । পাকিস্তান তো নিজেদের নাগরিকদের ফেরাতেই রাজী নেই, দেশে পর্যাপ্ত চিকিত্সা ব্যবস্থা না থাকার জন্য । এছাড়া আমেরিকা, সিঙ্গাপুরেও চিন থেকে আগত যাত্রীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে চাইছে । সব মিলিয়ে গোটা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে । এশিয়া, ইউরোপ, আমেরিকার একাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস । নিরাময়ের উপযুক্ত ওষুধ এখনও অজানা । এমন পরিস্থিতিতে ভারতের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে করোনা মোকাবিায় ।