চিন থেকে আরও ৩৩০ জনকে উদ্ধার করে আনল ভারত, মালদ্বীপের ৭ জনকে উদ্ধার করে কুড়িয়ে নিল প্রশংসা

বাংলা হান্ট ডেস্কঃ  করোনা ভাইরাস কবলিত মৃত্যুপুরী চিন থেকে ৩২৩ জনকে ফিরিয়ে আনা হল ভারতে। করোনার আঁতুরঘর থেকে বাঁচাতে ভোর ৩.১০ নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে ফেরত এল ৩৩০ জন । সকাল ৯.৪৫ নাগাদ রবিবার ইন্দিরা গান্ধী বিমান বন্দরে পৌঁছল বিমানটি। বিদেশমন্ত্রকের ট্যুইটে এই তথ্য জানা গিয়েছে ।

20200128081L 1580223827546 1580617433005 1

এমনকি মালদ্বীপের নাগরিকদেরও করোনা ভাইরাস থেকে বাঁচাতে উদ্ধার করা হয়েছে । তার জন্য সে দেশের তরফে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে । সে দেশের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহি জানিয়েছেন ৭ জন মালদ্বীপের নাগরিককে উদ্ধার করেছে ভারত সরকার ।

গত শনিবার উহান থেকে ৩২৩ জন ভারতীয়কে বোয়িং ৭৪৭ বিমানে দেশে ফেরানো হয়েছিল ।  সেদিন জ্বর থাকার কারণে অবশ্য ৬ ভারতীয়কে উঠতে দেওয়া হয়নি । এবারও একই কারণে ৪ ভারতীয়কে চিনের তরফে আটকে দেওয়া হয়েছে ।

E5OTFZSR7FFQ3EWH7MU7VPOLXI

এই মুহুর্তে করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব তটস্থ হয়ে রয়েছে । চিনের অবস্থা তো অত্যন্ত সঙ্কটজনক । লাফিয় লাফিয়ে বাড়ছে সেখানে মৃতের সংখ্যা । আক্রান্তের সংখ্যা লক্ষাধিক । এ পরিস্থিতিতে গোটা বিশ্বে জরুরি অবস্থা জারি করে দিয়েছে ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেশনস । আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে । পাকিস্তান তো নিজেদের নাগরিকদের ফেরাতেই রাজী নেই, দেশে পর্যাপ্ত চিকিত্সা ব্যবস্থা না থাকার জন্য । এছাড়া আমেরিকা, সিঙ্গাপুরেও চিন থেকে আগত যাত্রীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে চাইছে । সব মিলিয়ে গোটা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে । এশিয়া, ইউরোপ, আমেরিকার একাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস । নিরাময়ের উপযুক্ত ওষুধ এখনও অজানা । এমন পরিস্থিতিতে ভারতের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে করোনা মোকাবিায় ।


সম্পর্কিত খবর