রেলওয়ে ট্র্যাক এর ওপর হটাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় এক ব্যক্তি, তারপর এক জওয়ান কাঁধে তুলে …

যেসব মানুষ বলেন যে পুলিশের সমবেদনা শেষ হয়ে গেছে তাদের এই ছবিটি দেখা জরুরী। এই ভিডিওটির মাধ্যমে পুলিশের এই সমবেদনার চিত্র স্পষ্ট ফুটে উঠেছে আমাদের সামনে।  ছবিটি মুম্বাই দাদর রেলওয়ে স্টেশনের,  যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ একটি ব্যক্তির সাহায্য করছেন তাকে নিজের  কাঁধে নিয়ে।  দেখুন কি এমন কারন যে পুলিশকে সাহায্য করতে হল এইভাবে

মহানগর মুম্বাই এর দাদর রেল স্টেশনে মহারাষ্ট্র সিকিউরিটী ফোর্স (এম.এস.এফ) এবং রেলপুলিশের তৎপরতার একটি ভিডিও সামনে উঠে এসেছে। প্লার্টফর্মের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে রেলপুলিশ এবং এম.এস.এফ এর ক্ষিপ্রতার দ্বরূন এর যুবকের প্রান বেঁচেছে। ভিডিও তে দেখা গেছে সুরক্ষাকর্মী এক যুবকের প্রান কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন।

ঘটনাটি মুম্বাই এর দাদর স্টেশনের যেখানে ১ ফেব্রুয়ারি সকাল ১০ টা ৪০ এ স্টেশনে থাকা এক ব্যক্তি হটাৎ অজ্ঞান হয়ে রেল ট্র্যাক এ পরে যান। সেই সময় সেখানে থাকা পুলিশ হাবিলদার ভাডোলে এবং আরো দুই এম.এস.এফ পুলিশ ছুটে আসেন এবং তাকে পরতে দেখেন।

তারা সেটি দেখার পর তৎক্ষনাত নিজের প্রানের ঝুঁকি নিয়ে সেই ব্যক্তি কে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। একজন পুলিশ তাকে নিয়ে হাসপাতাল পোছায় এবং এভাবেই প্রান রক্ষা হয় সেই ব্যক্তির।

দেখে নিন সেই ভিডিও- 

সম্পর্কিত খবর