বাঁশির অসাধারন সুরে নেটদুনিয়া মাত একরত্তির, তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ভিডিও ভাইরাল হয়। কখনও নাচ, গান, কখনও বা পশু পাখির ভিডিও ভাইরাল হতে দেখা যায়। বহু মানুষের সুপ্ত প্রতিভাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিভার যোগ্য সম্মানও পেয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার দৌলতেই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন রানু মণ্ডল। রানাঘাটের রেলস্টেশন থেকে এখন তিনি মুম্বইয়ের বাসিন্দা।

ফের এক প্রতিভা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে তার বয়স খুবই কম। কিন্তু এই বয়সেই তাঁর বাঁশি শুনে হতভম্ব হবেনই। ফুঁয়ের কারসাজিতে একের পর এক নিখুঁত সুর তুলেছে সে বাঁশিতে। সুরের ‘হরকত’ শুনে অবাক হয়ে যাবেন তাবড় বাঁশি বাজিয়েরাও। এই কম বয়সেও তার প্রতিভা দেখে তাজ্জব হয়ে গিয়েছে নেটিজেনরা। সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন সত্যিই প্রতিভা আছে বটে ছেলের।

https://www.facebook.com/samayajkal/videos/851994671896177/

জানা গিয়েছে, এই ছোট্ট বাঁশি বাজিয়ের নাম ভূপেন হাজারিকার। কিংবদন্তির নাম সত্যিই সার্থক করেছে সে। এই বয়সেই সুরের জ্ঞান যে বেশ রয়েছে তা বাঁশি শুনেই বোঝা যায়। এক ব্যক্তি এই ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট ছেলেটিকে। সকলেই তার মঙ্গল কামনা করেছেন। বড় হয়ে সে যে একজন বড় শিল্পী হবে সেকথাও বলেছেন অনেকেই।

৭৭৬৭৬৭৮৮৭৮৭৭৮

প্রসঙ্গত, মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও ভাইরাল হয়। কখনও সেই ভিডিও দেখে হাসির রোল ওঠে নেটজগতে। আবার কখনও কোনও ভিডিও কাঁদিয়ে ছাড়ে নেটিজেনদের। কোনও কোনও ভিডিও দেখে অবাকও হয়ে যান নেটিজেনরা। ছোট্ট ছেলেটির এই প্রতিভাও সেটারই একটা বড় প্রমাণ।

Niranjana Nag

সম্পর্কিত খবর