বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভারত (India) সফরে এসেছিলেন কিছুদিন আগেই। আমেদাবাদে (Ahmedabad) তৈরি হওয়া বিশ্বের সবথেকে বড়ো স্টেডিয়ামের উদ্বোধনে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আমন্ত্রণে ভারতে এসেছিলেন তিনি। ট্রাম্পের ভারত আগমনের বিষয়ে আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্ফিও (Mike Pompeo) ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে বেশ খুশি।
মার্কিন বিদেশ মন্ত্রী এক ট্যুইট করে জানান, ‘মার্কিন রাষ্ট্রপতির এই ভারত যাত্রা প্রমাণ করে দেয় যে আমেরিকা (America), ভারত এবং আমেরিকার সম্পর্ককে কতোটা গুরুত্ব দেয়’। আবার পম্ফিও ট্রাম্পের ওয়াইট হাউজের (White House) পোস্টের রিট্যুইট করে বলেন, ‘লোকতান্ত্রিক মূল্য আমাদের একজোট করে তোলে। আমাদের এক করে তোলে। এবং রাষ্ট্রপতির ভারত গমনে আমাদের দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং হচ্ছেও’।
ট্রাম্প ওয়াইট হাউজের পোস্টে বলেছিলেন, ‘আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলছি। আমরা দুই দেশ স্বতন্ত্রতা, ব্যক্তিগত অধিকার এবং প্রশাসনিক দিক গুলোকে রক্ষা করতে একজোট রয়েছি’। এরই মধ্যে দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিদেশ মন্ত্রী এলিস জি ভেলস এক ট্যুইট করেন, ‘আমেরিকা এবং ভারতের মধ্যে এই অনুষ্ঠানের মাধ্যমে সম্পর্কের ভীত আরও শক্ত হল। ট্রাম্পের এই ভারত গমনে বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্ক স্থাপন হয়েছে’।
ট্রাম্পের বিদেশ মন্ত্রী শুধু নয়, ট্রাম্পও এই ভারত সফরে অত্যন্ত খুশি হয়েছেন, তাঁর প্রমাণ বারবার পাওয়া গেছে। অনেকবার নরেন্দ্র মোদীকে বিভিন্নভাবে ধন্যবাদও জানিয়েছেন। আমেরিকা এবং ভারতের এই বন্ধুত্ব যে এক বিশেষ ভূমিকা গ্রহণ করবে সেটা সকলেই বুঝতে পেরেছেন। কারণ ট্রাম্পরে ভারত সফরের পর মার্কিন মন্ত্রীরা ভারতের আপ্যায়নের প্রশংসায় বারবার পঞ্চমুখ হয়েছেন। এবং ভারতের সঙ্গে সম্পর্কে আরও মজবুত করার দিকে লক্ষ্য রাখছে।