এবারের আইলীগে অপ্রতিরোধ্য মোহনবাগান। ইমফলে গিয়ে ট্রাউ এফিসে 3-1 গোলে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। এই নিয়ে এবারের আইলীগে টানা 12 ম্যাচে অপরাজিত থাকার নজির গড়লেন কিবু ভিকুনার ছেলেরা।
ট্রাউ এর বিরুদ্ধে 3-1 গোলে এই জয়ের সুবাদে আইলিগ প্রায় ধরেই ফেলল মোহনবাগান। এই দিন খেলা শুরু হওয়ার তেরো মিনিটের মাথায় পেলান্টি থেকে গোল করে মোহনবাগান কে এগিয়ে দেন ফ্রান গঞ্জালেজ। পেনাল্টি বক্সের মধ্যে মোহনবাগান স্ট্রাইকার কোমরনকে ফেলে দেয় ট্রাউ এর ডিফেন্ডার সেই কারনে পেনাল্টি পায় মোহনবাগান। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি ফ্রান গঞ্জালেজ। এই নিয়ে চলতি আইলীগে দশ গোল করে সেরা গোল দাতার দৌড়ে সবার আগে চলে গেলেন মোহনবাগানের বস ফ্রান গঞ্জালেজ।
তার কিছু পরেই ম্যাচের 21 মিনিটের মাথায় ভিপি সুহেরের সাথে ওয়ান টু পাস খেলে চমৎকার শর্ট মেরে গোল করেন জোসেবা বেইতিয়া। বেইতিয়ার গোলের সেলিব্রেশন শেষ হতে না হতেই ফের গোল করে ব্যবধান 3-0 করে দেন পাপা বাবাকর ডিওয়ারা। এই গোলের সুবাদে পরপর সাত ম্যাচে গোল করার নজির গড়লেন বাবা দিওয়ারা। ইতিমধ্যেই দশ ম্যাচে আট গোল করে ফেললেন বাবা দিওয়ারা। প্রথমার্ধের 35 মিনিটের মাথায় ব্যাবধান কমায় ট্রাউ এফসি।
দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ করে ট্রাউ কিন্তু গোলের মুখ খুলতে পারে নি তারা। মোহনবাগান গোলর সামনে অপ্রতিরোধ্য হয়ে উঠেন মোহনবাগান গোলরক্ষক শংকর রায়। এই মুহূর্তে চোদ্দ ম্যাচে পয়ত্রিশ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সবার শীর্ষে মোহনবাগান। আর ছয় পয়েন্ট পেলেই আইলিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান, হাতে রয়েছে এখন ছয়টি ম্যাচ।