2018 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে যান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তারপর ফের স্যান্তিয়াগো বার্নাব্যুতে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রবিবার রাতে এল ক্লাসিকো দেখাতেই মাদ্রিদে আসেন রোনাল্ডো। মাঠে বসে নিজের পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদ কে সমর্থন করেন তিনি। সেই সাথে নিজের অনুগামীদের অটোগ্রাফও দেন ফুটবলের যুবরাজ রোনাল্ডো।
এই মুহূর্তে ইতালিতে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। এরফলে জুভেন্টাসের ম্যাচ বাতিল করা হয়েছে। সেই কারণে ছুটি পেয়ে রোনাল্ডো সরাসরি হাজির হয়েছেন রিয়ালে নিজের পুরোনো ক্লাবের খেলা দেখতে। রোনাল্ডো পুরো ম্যাচটি উপভোগ করেন স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে।
রোনাল্ডো নিজে এলেন সেই সাথে রিয়াল মাদ্রিদের ভাগ্যও সাথে করে নিয়ে এলেন। রোনাল্ডো ক্লাব ছাড়ার পর এই প্রথমবার এল ক্যাসিকো জিতলো রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে বার্সেলোনাকে 2-0 ব্যবধানে হারায় জিদানের ছেলেরা। রোনাল্ডো মাঠে বসেই নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির হার দেখলেন। দীর্ঘদিন পর রোনাল্ডো রিয়ালে ফেরায় বেশ খুশি রিয়াল মাদ্রিদ সমর্থকরা।