যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে সিঙ্গেল ইঞ্জিন ও ডাবল ইঞ্জিনের মধ্যে ব্যালেন্স করছে ভারতীয় বায়ুসেনা

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় (India) বায়ুসেনা (Air force) বিশ্বের অত্যাধুনিক বায়ুসেনাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে। এটা বোঝার জন্য ভারতীয় বায়ুসেনার নীতি টাকে ভালো করে বুঝতে হবে। ভারতীয় বায়ুসেনা তাঁদের নীতি অনুসারে প্রতিনিয়ত তাঁদের নিয়মগুলো আপডেট করতে থাকে।

plane 1

বর্তমানে ভারতীয় বায়ুসেনা নিজেদের বিমানের মধ্যে ব্যালেন্স বানানোর জন্যও চেষ্টা করে চলেছে। সুতরাং একটা ইঞ্জিন শুধু নয়, এখন থেকে দুটো ইঞ্জিনের বিমানের মধ্যে ব্যালেন্স বানানোর কাজে লেগে রয়েছে। ভারতীয় বায়ুসেনা প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা দিয়ে ১১৪ লড়াকু বিমান ক্রয় করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই তালিকায় বহু ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান যুক্ত রয়েছে। এই ব্যাপারে বায়ুসেনার তরফ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা হচ্ছে।

এই প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার শীর্ষ আধিকারিক বলেন, ‘আমাদের কাছে এক ইঞ্জিন এবং দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান রয়েছে। আমরা সেগুলোকে এমনভাবে কাজে লাগাতে চাই, যাতে করে এই যুদ্ধ বিমানগুলো যে কোন পরিস্থিতিতে যুদ্ধ করতে সক্ষম হয়’। অর্থাৎ যে বিমান বেশি তৎপরতার সাথে কাজে সাহায্য করবে, সেই বিমান নিয়ে এগিয়ে যাওয়া হবে।

এক ইঞ্জিন যুক্ত বিমান অপেক্ষা দুই ইঞ্জিন যুক্ত বিমান বেশি ক্ষমতা সম্পন্ন হয়। ভারতের কাছে দুই ইঞ্জিন যুক্ত ৫ টি বিমান রয়েছে এবং এক ইঞ্জিনযুক্ত ২ টি বিমান রয়েছে। যুদ্ধ বিমান (Fighter aircraft) কেনার ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা সব সময়ই উদগ্রীব থাকে।


Smita Hari

সম্পর্কিত খবর