করোনা আতঙ্কের মধ্যেই ভূমিকম্প, ভয় ছড়াচ্ছে সোস্যাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এরই মাঝে  ইন্দোনেশিয়ার দক্ষিণ বালিতে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা যাচ্ছে বুধবার রাত পৌনে ২টার দিকে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় সিসমোলজিকাল সেন্টার (ইএমএসসি)  জানিয়েছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা নেই এই ভূমিকম্পের ফলে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নুসা দুয়া শহর থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণে।

পাশাপাশি আজ আমেরিকার সল্টলেক শহর এলাকায় ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি ভোর 7:০9-এ শুরু হয়ে ম্যাগনা শহরের নিকটে সল্টলেক সিটির প্রায় দশ মাইল পশ্চিমে ছিল।

iStock 1150523399

এরই মধ্যে বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই 160 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়াতে এই তিনের জেরে আতঙ্ক ছড়াচ্ছে। সভ্যতার অন্তিম দিন আসন্ন বলেই মনে করছে অনেকে।

 

 

 

সম্পর্কিত খবর