লাফিয়ে লাফিয়ে বাড়ছে পারদ, ছুঁল ৩৮ ডিগ্রির কাঁটা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আক্রান্ত গোটা বিশ্ব। ভারতেও আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে সমগ্র দেশ লকডাউন। সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে গুজব, এমনই গুজবগুলির একটি অতিরিক্ত তাপমাত্রা নাকি বাঁচতে পারেনা করোনা ভাইরাস। এ ব্যাপারে এখনো তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তবুও আতঙ্কিত বাঙ্গালী চাইছে হুহু করে বাড়ুক পারদ।

hot weather 1 fullscreen capture 592016 95709 am 650x400 1498208492

কলকাতায় (Kolkata) গতকাল তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ একটু হলেও কমবে তাপমাত্রা। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ নেই বললেই চলে। তুষারপাত, বৃষ্টিপাত, বজ্রপাত হবার এখন কোন সম্ভাবনাই নেই জানায় হাওয়া অফিস। তবে এখন আগামী কয়েকদিন বাড়বে শুধুই তাপমাত্রা।

আবহবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি।এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷

কলকাতার তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে

সম্পর্কিত খবর