দিন দিন করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ভিডিও বার্তা বৈঠক করেন। সেই বৈঠকের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটি ভিডিওবার্তায় বৈঠক করতে চলেছেন আর এই বৈঠকটি হবে দেশের নামিদামি ক্রিকেটারদের নিয়ে।
এই ভিডিও বার্তার বৈঠকটি এখনো পর্যন্ত গোপন রাখা হয়েছে, এই নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কিছু জানা যায় নি। তবে মনে করা হচ্ছে দেশজুড়ে করোনা ভাইরাসের জেরে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন উদ্যোগ। এই বৈঠকের ব্যাপারে আগে থেকে কিছু জানা যায়নি সেই কারণে সকলকে অপেক্ষা করতে হচ্ছে এবং এই বৈঠকের পরেই ঠিক কি কারণে এই বিশেষ বৈঠক ডাকা হয়েছিল সেই ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা এই ভিডিও বার্তার জন্য আমন্ত্রণ পেয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার, প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং, বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। এনারা সকলে ইতিমধ্যেই করোনার জন্য এগিয়ে এসেছেন, সাধারন মানুষকে সচেতন করেছেন আর্থিক সাহায্যও করেছেন।