বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মানুষের কাছে করোনা ভাইরাসের বিরুদ্ধে এক হওয়ার জন্য রবিবার রাতে প্রদীপ, মোমবাতি জ্বালানোর কথা স্মরণ করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে মনে করিয়ে দিতে একটি ট্যুইট করে লেখেন, ‘রাত্রি ৯টায় নয় মিনিট।” প্রধানমন্ত্রী মোদী শুক্রবার মানুষের কাছে অনুরোধ করেন যে, করোনা ভাইরাসে বিরুদ্ধে গোটা দেশকে এক করতে পাঁচ এপ্রিল রাত নয়টায় নয় মিনিটের জন্য বাড়ির আলো নিভিয়ে মোমবাতি, টর্চ, মোবাইলের লাইট জ্বালান।
— Narendra Modi (@narendramodi) April 5, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আবেদনের পর পক্ষে বিপক্ষে মানুষ অনেক কথাই বলেন। কিন্তু ওনার এই আবেদনের পর গোটা দেশে মাটির প্রদীপ বিক্রি হুহু করে বৃদ্ধি পায়। অনেক কুমোর যারা লকডাউনের জন্য নিজের কাজ খুইয়ে অনাহারে দিন কাটাচ্ছিলেন, তাঁদের আবার কাজ শুরু হয় এবং তাঁদের মুখে হাসি ফুটে ওঠে। আরেকদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের পর পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী, উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সমেত দেশের অনেক নেতারা আজকে রাত নটায় আলো জ্বালানোর আবেদন করেন।
Telanagana: Chief Minister K. Chandrashekar Rao light up a candle following the call of PM Modi to switch off all the lights of houses today at 9 PM for 9 minutes, and just light a candle, 'diya', or mobile's flashlight, to mark India's fight against #Coronavirus. pic.twitter.com/fPFN20vciF
— ANI (@ANI) April 5, 2020
এছাড়াও দেশের বিভিন্ন মহলের মানুষেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আবেদনে সাড়া দিয়ে সবাইকে আজ রাত নটায় মোমবাতি এবং প্রদীপ জ্বালানোর জন্য আবেদন জানান। এই ক্রমে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ঘনকর, বিজেপির সর্বভারতীয় সভাপতি রাতে মোমবাতি, প্রদীপ জ্বালান।
Lucknow: UP CM Yogi Adityanath lights earthen lamps to form an 'Om', at his residence. PM Modi had appealed to the nation to switch off all lights of houses today at 9 PM for 9 minutes, and just light a candle, 'diya', or flashlight, to mark India's fight against #Coronavirus. pic.twitter.com/QXrj2oTsVu
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 5, 2020
দেশের প্রতিটি রাজ্য, প্রতিটি জেলা, প্রতিটি পাড়া-মহল্লা নয় মিনিট শুধুমাত্র দেশের সেই সমস্ত যোদ্ধাদের সন্মান জানাতে নয় মিনিটের জন্য বাতি নিভিয়ে প্রদীপ জ্বালালেন যারা নিরলস ভাবে করোনার বিরুদ্ধে মোকাবিলা করে আসছে, আর সেই সমস্ত মানুষকে শ্রদ্ধাঞ্জলি দিলেন যারা এই করোনা নামক মহামারীতে প্রাণ হারিয়েছেন।
Chhattisgarh: Central Reserve Police Force personnel light up candles in Raipur outside ex-CM Raman Singh's house following PM's appeal to switch off all lights of houses today at 9 PM for 9 minutes & just light a candle,'diya' or mobile's flashlight, to mark fight against #COVID pic.twitter.com/tixGWkqaD4
— ANI (@ANI) April 5, 2020
कोरोना वायरस के विरुद्ध वैश्विक लड़ाई में एकात्मता का भाव प्रदर्शित करते हुए आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के आह्वान पर दीप प्रज्ज्वलित करते मुख्यमंत्री जी https://t.co/I9MY9TNIOt
— CM Office, GoUP (@CMOfficeUP) April 5, 2020
https://twitter.com/imbhandarkar/status/1246831172681752577
PM Modi's mother Heeraben lights a lamp to show her support in fight against #CoronavirusPandemic. #9pm9mins pic.twitter.com/orqUWQVKu2
— NDTV (@ndtv) April 5, 2020