হোম কোয়ারেন্টাইনে নতুন ভিডিও দিশার, আর তাতেই ঘটল বিপত্তি!

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্ববাসীর কাছে এখন এক গভীর সঙ্কটের সময়। করোনার গ্রাসে চলে গিয়েছে একের পর এক শক্তিশালী দেশ। চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।

disha patani s slow motion sari look sparks debate 2019 04 28
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৩ হাজার। প্রথমে পশ্চিমবঙ্গে আংশিক লকডাউনের ঘোষনা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তারপর প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব‍্যতিক্রম নন তারকারাও।

https://www.instagram.com/p/B-h6n6OBlih/?igshid=1teyx5jnyyu2d

বাড়িতে বসেও সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রয়েছেন তারকারা। কেউ রান্না করছেন, কেউ আঁকছেন আবার কেউ বা শরীরচর্চা করছেন। দিশা পাটানিও রয়েছেন বাড়িতেই। এই অবস্থায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামের একটি নতুন ফিল্টার দেখছিলেন দিশা। হঠাৎ করেই ক‍্যামেরা মুখের কাছে জুম করতেই চোখে পড়ে তাঁর মুখে একটি মশার কামড়।

https://www.instagram.com/p/B-lj3DLBL6F/?igshid=1ubfqebu361cu

বিষয়টি নজর এড়ায়নি দিশার অনুরাগীদেরও। অভিনেত্রীর এক ফ‍্যান পেজ এই ভিডিওটি শেয়ার করে লিখেছে, মশার কামড় থাকা সত্ত্বেও একই রকম সুন্দরী রয়েছেন দিশা। অনুরাগীরাও নানা রকম মন্তব‍্য করেছেন এই ভিডিওতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর