গৌতম গম্ভীরের সাহায্য নিয়ে কেজরিওয়াল বললেন- টাকা চাই না, PPE কীট এর ব্যবস্থা করে দিন

গম্ভীর একটি টুইটের মাধ্যমে দিল্লি সরকারকে আরও ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা জানান। গম্ভীর তার টুইটে লিখেছেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং উপ-মুখ্যমন্ত্রী বলছেন যে তাদের তহবিল দরকার।

যদিও তিনি আগে মেনে নেয়নি আর পরে তিনি আরো ৫০ লক্ষ টাকা দেবেন বলে জানান। গৌতম জানায় তবে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে নিরীহ মানুষ যাতে অসুবিধা না পরে তাই আমি আবার টাকা দেবো।

IMG 20200406 WA0105

আর করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে।

প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর তাতে অনেকেই খাবার সমস্যা তে ভুগছে।

সম্পর্কিত খবর