বাংলাহান্ট ডেস্ক: কিংবদন্তী ধারাবাহিক রামায়ণের সুগ্রীব ও বালির চরিত্রে অভিনয় করেছিলেন শ্যামসুন্দর কালানি। রামায়ণে প্রভূত জনপ্রিয়তা পেলেও ধারাবাহিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে বিস্মৃতির অন্ধকারে তলিয়ে যান তিনি। সেই অন্ধকার এতটাই গভীর যে তাঁর মৃত্যুর দিনটা নিয়েও এতদিন পর তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি জানা গিয়েছে প্রয়াত হয়েছেন শ্যামসুন্দর কালানি। কিন্তু প্রকৃতপক্ষে গত মার্চ মাসে তাঁর প্রয়াণ হলেও হঠাৎ করেই এখন তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর ‘ঘটা’ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি অভিনেতা অরুণ গোভিলের একটি টুইট ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সহ অভিনেতা শ্যামসুন্দর কালানির আকস্মিক মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করে লিখেছেন, ‘ওনার মৃত্যু সংবাদ শুনে দুঃখিত। খুব ভাল মানুষ ছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করি।’ ‘লক্ষ্মণ’ সুনীল লহরিও টুইটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতাকে।
Sad to know about demise of Mr. Shyam Sundar who played the role of Sugreev in Ramanand Sagar’s “Ramayan”… A very fine person and a gentleman. May his soul rest in peace.
— Arun Govil (@arungovil12) April 9, 2020
কিন্তু সেই সঙ্গে আরও একটি টুইট ভাইরাল হয়েছে যেটি করেছেন শ্যামসুন্দরের নাতনি, নীলম। তিনি নিজেই জানান, শ্যামসুন্দর তাঁর দাদু ছিলেন। সেই সঙ্গে তিনি এও জানান, এই মাসে নয় বরং গত মার্চ মাসে ২৬ তারিখ প্রয়াত হন অভিনেতা।
Sugriv & Bali character played by Shyam Sunder , He is my nana ji , he went to heaven on 26/03/2020 , he has worked in bollywood as well in hollywood films too !! @SrBachchan @RealVinduSingh @arungovil12 @VinodKhanna pic.twitter.com/h6cIcGTaS3
— Neelam (@sapphirefame) April 9, 2020
Shyam sunder kalani death was not due to cancer he died natural death on 26th march @arungovil12 pic.twitter.com/BQL4vopx7A
— Neelam (@sapphirefame) April 9, 2020
Shyam sundar kalani with dara singh sir @RealVinduSingh
They were very good friends 😊 pic.twitter.com/KZkoCWU5p8— Neelam (@sapphirefame) April 9, 2020
বেশ কিছু প্রখ্যাত সংবাদ মাধ্যম জানাচ্ছে, ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শ্যামসুন্দর কালানি। কিন্তু তাঁর নাতনির দাবি সম্পূর্ণ আলাদা। তিনি সাফ জানিয়েছেন, এই সব খবরই ভুয়ো। ক্যানসারে নয়, স্বাভাবিক মৃত্যুই হয়েছে অভিনেতার। নিজের টুইটার হ্যান্ডেলে এই প্রসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন নীলম।
লকডাউন চলাকালীন ফের দূরদর্শনে ফিরেছে রামায়ণ ও মহাভারত। সেই সঙ্গে পুরোনো অভিনেতা অভিনেত্রীরাও ফের একবার লাইম লাইটে উঠে আসছেন। এই অবস্থায় শ্যামসুন্দর কালানির মৃত্যুকে ঘিরে বিতর্ক স্বাভাবিক ভাবেই বেদনাদায়ক। তবে তাঁর নাতনি নীলম ও তার বক্তব্যের সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।