লকডাউন অমান্য করে ধর্মীয় অনুষ্ঠানে যোগ একদল মানুষের, খবর পেয়ে সাতজনকে গ্রেফতার করলো পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ গ্রেটার নয়ডাতে করোনা ভাইরাসের কারণে লকডাউনের সময় ১৪৪ ধারা লঙ্ঘন করে জুম্মার নাআমাজ পড়ার জন্য একসাথে ২০ থেকে ২৫ জন একত্রিত হয়েছিল। এরপর উত্তর প্রদেশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেটার নয়ডার জারচা এলাকায় কালোন্ডা গ্রামে ২০ থেকে ২৫ জন জুম্মার নামাজ পড়তে মসজিদে একত্রিত হয়েছিল। এরপর কেউ একজন পুলিশকে ফোন করে এই ঘটনা জানিয়ে দেয়। এরপর পুলিশ গিয়ে সেখানে হানা দিয়ে সাতজনকে গ্রেফতার করে।

namaz 1

পুলিশের বরিষ্ঠ আধিকারিক অনুযায়ী, ভাইরাসের প্রসার রোখার জন্য গৌতমবুদ্ধ নগরে ১৪৪ ধারা লাগু আছে। আর এই ১৪৪ ধারা অনুযায়ী, কোন একজায়গায় ৪ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না। পুলিশ এলাকাবাসীকে ঘরে থাকার জন্য আর কোথাও ভিড় না জমানোর আবেদন করে। কিন্তু এরপরেও কিছু মানুষ লকডাউন আর ১৪৪ ধারা লঙ্ঘন করে কোন না কোন কারণে ভিড় জমাচ্ছেই।

পুলিশের মুখপাত্র জানান, ‘পুলিশ যখন সেখানে পৌঁছায়, তখন সেখানে ২০ থেকে ২৫ জন নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশকে দেখেই তাঁরা পালিয়ে যায়। এরপর পুলিশ কোনমতে সাতজনকে গ্রেফতার করে। আর ওই সাতজনের মধ্যে একজন মৌলানাও ছিল।” আধিকারিক জানান, গ্রেফতার করা ব্যাক্তিদের বিরুদ্ধে আইপিসি ধারা ১৮৮,২৬৯ আর ২৭০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

namaz

এর আগেও গতকাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মুর্শিদাবাদের বরঞ্চা এলাকায় এক মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছিল শয়ে শয়ে মানুষ। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ মসজিদের সামনে গিয়ে মুসলিমদের বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠায়। এবং মৌলানাকে দিয়ে মাইকিং করায় এবার থেকে সবাই যেন বাড়িতে বসেই নামাজ পড়ে।

Koushik Dutta

সম্পর্কিত খবর