চীনকে আটকাতে বাণিজ্য নীতিতে বদল মোদি সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ করোনার কারনে দেশ জুড়ে এই মুহুর্তে চলছে দ্বিতীয় দফার লকডাউন। লকডাউন যত এগোচ্ছে ততই রক্ত ক্ষরণ বাড়ছে ভারতীয় অর্থনীতি। মূলত চীনের আগ্রাসী বাণিজ্যের কারনেই যে আমাদের অর্থনীতির এই দুরবস্থা তা মানছেন অনেকেই। এবার চীনের আগ্রাসী বাণিজ্য নীতি থেকে দেশীয় শিল্পকে বাঁচাতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বা এফডিআই নীতিতে বড়সড় রদবদল আনল মোদি সরকার।

china

সীমান্ত লাগোয়া কোনো দেশ থেকে ভারতে আর সরাসরি বিনিয়োগ করা যাবে না। এবার থেকে যে কোনো প্রতিবেশী রাষ্ট্র থেকে বিনিয়োগ করতে গেলেই লাগবে কেন্দ্রীয় সরকারের অনুমতি। বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক। জানা যাচ্ছে চীনকে ঠেকাতেই এই নীতি প্রণয়ন করতে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার।

করোনা ভাইরাসের কারনে ইতিমধ্যে স্তব্ধ গোটা দেশ। প্রতিদিনই কমছে বিভিন্ন সংস্থার শেয়ারের দাম। এই পরিস্থিতিতে বিদেশের বিভিন্ন সংস্থা কম দামে সেই সব শেয়ার কিনে ও লগ্নি করে ভারতের বাজার দখল করতে চাইছে। ইতিমধ্যেই, এইডিএফসি ব্যাঙ্কের প্রচুর টাকার শেয়ার কিনে নিয়েছেন চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক বা পিপিলস ব্যাঙ্ক অব চায়না। এই বিপুল বিনিয়োগের ফলে এইডিএফসি এর ১ শতাংশের বেশি মালিকানা এখন চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক বা পিপিলস ব্যাঙ্ক অব চায়নার হাতে। যার জেরে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে মোদি সরকারকে।

এর আগে পাকিস্তান ও বাংলাদেশের জন্য এই নিয়ম চালু থাকলেও। এবার যে কোনো প্রতিবেশী রাষ্ট্র থেকে বিনিয়োগ করতে গেলেই লাগবে কেন্দ্রীয় সরকারের অনুমতি বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর