রাসেলকে আগে পেলে আরও বেশ কয়েকটা ট্রফি জিততে পারতো কেকেআর, গৌতম গম্ভীর।

কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর হঠাৎই তার পুরোনো আইপিএল দল নিয়ে মুখ খুললেন। কলকাতাকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গৌতম গম্ভীর। প্রাপ্তন এই ভারত ওপেনার গৌতম গম্ভীর সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন। এইদিন গৌতম গম্ভীর বলেন যে আন্দ্রে রাসেল যিনি এই মুহূর্তে গত ছয় বছর ধরে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএল খেলছেন সেই আন্দ্রে রাসেলকে যদি আরও কয়েকটা মরশুম আগে পাওয়া যেত তাহলে কলকাতাকে হয়তো আরও দুই একটা বেশি ট্রফি এনে দিতে পারতাম।

এইদিন গৌতম গম্ভীর বলেন যে আমি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে সাত বছর আইপিএল খেলেছি। এই গম্ভীরের হাত ধরে কলকাতা প্রথমবার 2012 সালে এবং দ্বিতীয়বার 2014 সালে আইপিএল ট্রফি জিতেছিল। সেই গম্ভীর এইদিন দাবি করলেন ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল কে যদি কলকাতা আরও আগে দলে পেত তাহলে আরো বেশ কয়েকটা ট্রফি জিততে পারতো কলকাতা নাইট রাইডার্স।

13314975c744536cca34edb9130a8d78518547a88d9eef719633240539df0e2a5f02d3bd

আইপিএলে 2012 সালে দিল্লির হয়ে প্রথমবার খেলেন আন্দ্রে রাসেল। কিন্তু সেই সময় দিল্লির হয়ে নিয়মিত সুযোগ না পাওয়ার ফলে রাসেল সেই দুটি মরশুমে নিজের প্রতিভা সেই ভাবে দেখাতে পারেন নি। তারপর 2014 সালে কলকাতা নাইট রাইডার্সে যোগদান করেন রাসেল। তারপর থেকে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুন পারফরম্যান্স করে চলেছেন ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল।

Udayan Biswas

সম্পর্কিত খবর