স্বল্প পোশাকে ‘গেন্দা ফুল’এর তালে দুরন্ত শরীরী হিল্লোল তুললেন হিনা খান, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের পর্দা থেকে বেরিয়ে সম্প্রতি বলিউডে পা রেখেছেন হিনা খান (Hina khan)। এমনিতেই সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন হিনা। আর এই লকডাউনে তা আরও বেড়ে গিয়েছে। মাঝে মাঝেই অনুরাগীদের জন‍্য নানা ভিডিও শেয়ার করেন তিনি। এবারে বাদশার ‘গেন্দা ফুল’ (genda fool) এর সুরে নেচে উঠেছেন হিনা।


ইউটিউবে বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘গেন্দা ফুল’ (genda phool)। বাদশা (badshah)ও  পায়েল দেবের গাওয়া এই গানের কথা এখন মুখে মুখে ঘুরছে মানুষের। মুক্তির পর থেকেই গেন্দা ফুল গানটি নিয়ে দুভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটজনতা। একাংশের মতে গানটি রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। অপর অংশের বক্তব‍্য বাঙালির মানসিকতায়, ভাবাবেগে আঘাত হেনেছেন বাদশা।

https://www.instagram.com/tv/B-kSu15JC6q/?igshid=1dmd2qakztt6m

https://www.instagram.com/p/B-wg7xSJQBv/?igshid=fdkskenwqmzl

কিন্তু এতসব বিতর্কের মাঝেও গানটি নিয়ে চর্চা অব‍্যাহত রয়েছে। যারা নৃত‍্যপ্রেমী, বলা বাহুল‍্য এমন একটি গান পেয়ে তারা খুবই খুশি। জ‍্যাকলিনের ডান্সস্টেপ নকল করা হোক বা নিজেদের বানানো স্টেপ, বাঙালি মেতেছে ‘গেন্দা ফুল’এ। তারকা থেকে সাধারন মানুষ সকলকেই দেখা যাচ্ছে এই গানের তালে পা মেলাতে।

https://www.instagram.com/p/B9gfjKHpVYZ/?igshid=1fkdqiia17hk4

https://www.instagram.com/p/B_AGZYnpPb8/?igshid=11xwtfn1agqv8

তবে অন‍্য তারকাদের মতো শাড়ি পরে নাচেননি হিনা। তাঁর পরনে দেখা গেল গোলাপি স্পোর্টস ব্রা ও টাইটস। এই লুকেই জমিয়ে নাচলেন অভিনেত্রী। আর সঙ্গে সঙ্গেই সেই ভিডিও ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/B_EQ5nmJacB/?igshid=2odoz5vw9s5z

এর আগেও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে গৃহবন্দি অবস্থার নানা ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে হিনাকে। কখনও রান্নার ভিডিও আবার কখনও ঘর পরিষ্কার করার ভিডিও শেয়ার করেছেন তিনি। ভাইরালও হয়েছে সেই সব ভিডিও।

সম্পর্কিত খবর

X