করোনা মোকাবিলায় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির থেকে এগিয়ে মোদি, পেলেন বিশ্ব সেরা প্রভাবশালী নেতার শিরোপা

বাংলা হান্ট ডেস্ক : চীন উহান থেকে আসা করোনা ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বজুড়ে। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। ইতালি, আমেরিকার মতন উন্নয়নশীল দেশগুলিও হিমশিম খাচ্ছে। গোটা বিশ্ব জুড়ে বেড়েই চলেছে একের পর এক মৃত্যুমিছিল।

অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে করোনা ভাইরাস। সে কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত 23শে মার্চ জনতা কারফিউ ডাকার পর গত 24 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে প্রত্যেকটি রাজ্য সরকার।

সম্প্রতি আমেরিকার ডেটা ইন্টেলিজেন্স কোম্পানি মর্নিং কন্সার্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের দাবি অনুযায়ী, পয়লা জানুয়ারি থেকে 14 ই এপ্রিল পর্যন্ত জনপ্রিয়তার নিরিখে 68 পেয়ে বিশ্ব তালিকায় শীর্ষে উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সংস্থার সমীক্ষাতে মোদির পাশাপাশি রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রেসিডেন্ট সিজো আবে। ওই সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী -3 পয়েন্ট পেয়ে অষ্টম তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং -33 সঙ্গে দশম স্থানে রয়েছেন সিজো আবে।

images 37 3

প্রসঙ্গত, প্রায় সাড়ে চার মাস ধরে আমেরিকায় এই সমীক্ষাতে মানুষের কাছে জানতে চাওয়া হয় করোনা মোকাবিলায় কোন দেশ ও তার শাসক কে সবচেয়ে প্রভাবশালী বলে মনে করেন তারা, জনগণের মতামতের ভিত্তিতেই দেওয়া হয়েছিল পয়েন্ট।

 

আর সেখানেই জাপান ও আমেরিকার মতো উন্নয়নশীল দেশ ও তাদের নেতাকে ছাপিয়ে বিশ্ব সেরা প্রভাবশালী নেতার শিরোপা পেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Prime Minister Narendra Modi 16c7205760a large

করোনা সংক্রমণ রুখতে প্রথম থেকেই গোটা দেশজুড়ে নানা রকম পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

যদিও প্রধানমন্ত্র নরেন্দ্র মোদির থালা বাসন বাজানো ও মোমবাতি জালানো কে কেন্দ্র করে নানারকম ট্রলের শিকার হন তিনি তবুও আদতে দেখা যায়, তার কথা অক্ষরে অক্ষরে পালন করছে দেশের বেশিরভাগ ভাগ মানুষ। এ কারণেই বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় করোনা মোকাবিলায় অনেক এগিয়ে ভারত।

Udayan Biswas

সম্পর্কিত খবর