উর্বশী রাউতেলার ফেসবুক একাউন্ট হলো Hacked, পোস্ট হচ্ছে একের পর এক গোপন পর্ন ছবির !

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হ‍্যাক (hack) হয়ে গিয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার (urvashi rautela) ফেসবুক (Facebook) অ্যাকাউন্ট। নিজের টুইটার হ‍্যান্ডেলের মাধ‍্যমে তিনি অনুরাগীদের জানিয়েছেন এই বিষয়ে। সেই সঙ্গে সতর্ক করেছেন কোনও পোস্টের কোনও উত্তর না দিতে। তাঁর অ্যাকাউন্টে পর্ন ছবির লিঙ্ক পোস্ট করছে হ‍্যাকাররা।


গতকাল অর্থাৎ ২৪ এপ্রিল মধ‍্যরাতের পর এ হঠাৎই টুইট করে এই খবর জানান উর্বশী। তিনি লেখেন, “আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ‍্যাক হয়ে গিয়েছে। দয়া করে কোনও পোস্ট বা ম‍্যাসেজের উত্তর দেবেন না কারন ওগুলো আমি বা আমার টিম করছিন না।” তার কিছু সময় পর মুম্বই পুলিসের তরফে উর্বশীকে জানানো হয় তাঁর অভিযোগটি তাঁরা সাইবার পুলিস স্টেশনে জানিয়েছে।

তবে এই ঘটনা নতুন নয়, এর আগে ২০১৭ সালের অক্টোবরেও উর্বশীর টুইটার অ্যাকাউন্ট হ‍্যাক হয়ে যায়। তাঁর অ্যাকাউন্টটিতে ভুল টুইটও শেয়ার করা হয়। পরে তিনি জানান এগুলোর কোনওটাই তিনি করেননি। অবশ‍্য সম্প্রতি অন‍্যান‍্য তারকাদের টুইট হবহু কপি পেস্ট করার অভিযোগও উঠেছে উর্বশীর বিরুদ্ধে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটও হুবহু কপি পেস্ট করেছিলেন তিনি।

https://www.instagram.com/p/B_Oi4OjgYuK/?igshid=1qg7pamawftpu

প্রসঙ্গত, উর্বশী রাউতেলা অভিনয় জগতে প্রবেশ করেছেন বেশ অনেকদিন হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত মাত্র কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতেই কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে খুব একটা সন্দেহ না থাকলেও কেন যে তিনি বেশি ছবি পান না সেই নিয়ে ধন্দ রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।

https://www.instagram.com/p/B_Wp1ynAKxq/?igshid=y8y9zrpe546e

রূপোলি পর্দায় বেশি দেখা না গেলেও তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নেটদুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় উর্বশী।
সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা ধরে রাখতে বেশ সক্রিয় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। মাঝে মাঝেই নিজের ছবি বা ভিডিও দিয়ে অনুরাগীদের মন জয় করতে পছন্দ করেন উর্বশী।

X