প্রধানমন্ত্রী মোদীর সম্বোধনের পরেই করোনা ত্রাণ তহবিলে এক কোটি টাকা দান করল এই গ্রাম পঞ্চায়েত

বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানার একটি গ্রাম করোনার বিরুদ্ধে যুদ্ধে লড়াই করার জন্য সরকারকে দেওয়া দানে রেকর্ড তৈরি করল। এক-দুই লক্ষ না, পুরো এক কোটি টাকা দান করলো ওই গ্রাম। হরিয়ানার ফরিদাবাদ জেলার মচ্ছগড় গ্রাম (Machhgar Village) পঞ্চায়েত এই দান করে সবার প্রশংসা কুড়োচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দ্বারা গতকাল পঞ্চায়েত গুলোকে সম্বোধন করার পর গ্রামবাসীরা এই দান দেওয়ার সিদ্ধান্ত নেয়। জাতীয় পঞ্চায়েত দিবস ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চায়েত গুলোর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। শনিবার গ্রামের প্রধান নরেশ কুমার পৃথলা বিধানসভার বিধায়ক নয়নপাল রাওয়াত এর হাতে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে ১ কোটি টাকার চেক তুলে দেন।

hariyana 2

বিধায়ক জানান, জেলার জেলা প্রশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এই চেক পৌঁছে দেওয়া হয়েছে। অন্য গ্রাম পঞ্চায়েত গুলোকেও এ থেকে প্রেরণা নেওয়া উচিৎ। আজ গোটা দেশ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, আর এই সঙ্কটের মধ্যে মচ্ছগড় গ্রাম নতুন নিদর্শন সৃষ্টি করল।

রাওয়াত জানান, পৃথলা বিধানসভা এলাকার জনতা সম্পূর্ণ ভাবে লকডাউনের পালন করছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে দেশে প্রতি নিজেদের কর্তব্য পালন করছেন। আর এই কারণেই এই গ্রামের একজনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

সঙ্কটের এই সময়ে দেশ এবং রাজ্য সরকারের সহযোগিতা করার জন্য যেমন ভাবে সমাজসেবী সংস্থা, গ্রাম পঞ্চায়েত, জনগণ এগিয়ে আসছেন সেটা প্রশংসার যোগ্য। আর এমন ভাবেই মানুষের একতা করোনা মহামারীকে হারাতে সাহায্য করবে। উনি মচ্ছগড় গ্রাম পঞ্চায়েতের প্রশংসা করে বলেন, ফরিদাবাদ জেলার এটাই প্রথম পঞ্চায়েত যারা এতবড় আর্থিক সাহায্য দিয়েছে। আর এই পঞ্চায়েতের কারণে গোটা এলাকার মানুষের নাম উজ্জ্বল হয়েছে।

হরিয়ানার কৃষকেরাও করোনা ত্রাণ তহবিলে সাত লক্ষ টাকা দান করেছে। প্রায় প্রতিটি জেলার কৃষকেরাই এই ফান্ডে টাকা দিয়ে নজীর গড়েছেন। আর এটাই গোটা ভারতে প্রথম যে, কোন গ্রাম পঞ্চায়েত এমন ভাবে করোনার ফান্ডে টাকা দিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর