এ বছর রাস্তায় হবে না পুরীর রথযাত্রা, মন্দিরের ভেতরেই হবে সমস্ত কর্মসূচি

করোনা অভিশাপ স্তব্ধ করেছে দিয়েছে মানব জীবন। আর রথযাত্রা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ওডিশা সরকার। করোনা ভাইরাসে থমকে গেছে গোটা পৃথিবী, না আছে না আছে উৎসব। তবে লক ডাউনের কারণে হয়নি নববর্ষ হয়নি রমজান।

আর এবছর রথযাত্রা অনুষ্ঠিত হবে পুরীর মন্দিরের ভিতরেই। বলা হয়েছে, জুন মাসে রথ উৎসবে প্রতি বছরের মত এবার রথ বের হবে না রাস্তায়।কেউই ভাবেনি একদিনের এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে, না কেউই ভাবেনি এতো সুন্দর পৃথিবীটাও একদিন থমকে যাবে। কিন্তু হ্যাঁ তার মধ্যেই মানুষ রোজ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে আবার সব স্বাভাবিক হবে কোরোনার অভিশাপ কেটে যাবে।

coronavirus testing everlywell

অক্ষয় তৃতীয়া থেকেই রথে চড়ে জগন্নাথ দেব পথে নামেন । । পুরীর মন্দির চত্বরেই প্রতিবছর ওই রথ তৈরি করা হয়। কিন্তু এবছর কোরোনার জন্যে এখন তৈরি হয়নি রথ, অক্ষয় তৃতীয়া উপলক্ষে হয়নি কোনো পুজো। তবে লক ডাউন শেষ না হওয়া পর্যন্ত কেউ নিয়মিত লঙ্ঘন করে রথ যাত্রা পালন করবে না।

ওডিশা সরকার ও মন্দির কমিটির মধ্যে এ বিষয়ে বৈঠক হওয়ার পর সরকার জানিয়েছে , রথযাত্রা নিয়ে শেষ সিদ্ধান্ত নেবে মন্দির কমিটিই। করোনা পরিস্থিতি এতটাই ভয়ানক হয়েছে যে এখন সবাই গৃহ বন্দী আর তাই মন্দিরের ভিতরেই হবে এই বছরের রথযাত্রা পালন করা হবে। সাধারণ মানুষের কথা ভেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় সতেরো হাজারের এর বেশী। আর এই অবস্থায় এখন নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাইছে না সরকার।


সম্পর্কিত খবর