মে মাসের শুরুতেও পাহাড় প্রমাণ দাম বাড়ছে সোনা রূপোর, কমল রান্নার গ্যাসের দাম

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে নতুন মাস চলে এলেও দাম কমল না সোনা (Gold) রূপোর (Silver)। ক্রমাগত বেড়েই চলেছে এই দাম। তবে এই মুহুর্তে কিছুতা হলেও কমেছে রান্নার গ্যাসের দাম। লকডাউনের বাজারের কেনা বেচা বন্ধ থাকায়, মাঝে মধ্যেই দামের বেশ ওঠানামা দেখা যাচ্ছে। গৃহবন্দির মধ্যেও হাসি ফুটল ব্যবসায়ীদের মুখে। তবে উল্টো দিকে রান্নার গ্যাসের দাম কমতে, কিছুটা স্বস্তির মুখে আমজনতা।

বিশ্ববাজারে এখন বন্ধ সোনা রূপো কেনা বেচা। কারণ, করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকার দরুণ দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। এই সময়ে খোলা থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪৪৭৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৫ টাকা। আজ সেই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৪৭৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৬ টাকা।

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৬৮০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৮০ টাকা। আর আজ দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৬৮১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৮১ টাকা।

 

scrap gold 11 2

সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দাম। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪২.৫২ টাকা। আজ এই দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪২.৫৩ টাকা।

পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। তবে এতো কিছুর মধ্যেও কমেছে রান্নার গ্যাসের দাম। গতমাসে এই দাম ছিল ৭৭৪.৫০ টাকা। তবে এই মে মাসের শুরুতে কমে গিয়ে দাঁড়িয়েছে ৫৮৪.৫০ টাকা। একধাক্কায় কমে গেল ১৯০ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর