বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পরিযায়ী শ্রমিকদের জন্য এল স্বস্তির সংবাদ। ঔরঙ্গাবাদের ঘটনা এখনও মানুষের হৃদয়পটে উজ্জ্বল্যমান। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে এবার নজর রাখছে সরকার। শ্রমিকদের পায়ে হেঁটে বাড়ি ফেরার বদলে, সরকার প্রদত্ত ট্রেনে করেই ফেরার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফাদনাভিস।
ঔরঙ্গাবাদের মর্মান্তিক দুর্ঘটনার শিকার ১৬ জন পরিযায়ী শ্রমিক
শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ঔরঙ্গাবাদের কারমাড এলাকায় রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। করোনার (COVID-19) জেরে লকডাউনের ফলে যান চলাচল বন্ধ থাকার কারণে তারা রেল লাইন ধরেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। যাত্রা পথে ক্লান্তির শিকার হয়ে তারা রেল পরিষেবা বন্ধ থাকার কারণে রেল লাইনের উপরেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ভাগ্য সহায় হয় না তাঁদের। এক মালগাড়ীর চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান ১৬ জন শ্রমিক।
केंद्रीय मंत्री श्री पियुष गोयलजी यांच्याशी चर्चा केली.
त्यांचे मन:पूर्वक आभार!
त्यांनी उत्तरप्रदेशचे मुख्यमंत्री श्री योगीजी यांच्याशी लगेच चर्चा केली. 10 रेल्वेगाड्या मुंबईतून उत्तर प्रदेशला जाणार आहेत. #IndiaFightsCorona @PiyushGoyal @RailMinIndia @myogiadityanath— Devendra Fadnavis (@Dev_Fadnavis) May 9, 2020
যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে রেলমন্ত্রী পীযূষ গোয়াল
উত্তরপ্রদেশের বহু সংখ্যক শ্রমিক কাজের তাগিদে মহারাষ্ট্রে গিয়ে লকডাউনের ফলে আটকা পড়েছে। তারা কাজ না থাকার কারণে বর্তমানে বেকার। হাতে থাকা অর্থও এখন শেষ। তাই তারা বাড়ি ফিরতে চাইছেন। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফাদনাভিস এক ট্যুইট করে জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে (Yogi Adityanath) সঙ্গে পরিযায়ী শ্রমিকদের ফেরাবার বিষয় নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে কথা হয়েছে।
১০ টি বিশেষ ট্রেন ছাড়া হবে মুম্বাই থেকে উত্তরপ্রদেশের উদ্যেশ্যে
লকডাউনের কারণে মহারাষ্ট্র এবং মুম্বাইয়ে আটকে পড়া শ্রমিকরা বাড়ি ফেরার উদ্যেশ্যে সরকার প্রদত্ত হেল্প লাইনে অনুরোধ করেছে। যানবাহনের অভাবে প্রচুর মানুষ পায়ে হেঁটে, সাইকেলে অথবা মোটর সাইকেলে বাড়ি ফিরছেন। এই শ্রমিকদের কথা ভেবেই রেলের তরফ থেকে ১০ টি স্পেশাল ট্রেন মুম্বাই থেকে উত্তরপ্রদেশ আসবে।