১৭ মে এর পর শুরু হবে বিমান পরিষেবা, আরোগ্য এপ ছাড়া হবে না সফর

বাংলাহান্ট ডেস্ক : ইন্ডিয়ান এয়ারলাইন্সও (Indian Airlines ) খুব শিগগিরই পরিষেবা আবার চালু করতে চলেছে। ইন্ডিয়ান রেলওয়ের(Indian Railway )  পরে আপাতত সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগের থেকে অনেক নিয়ম বদল করার হবে। একসাথে অনেকেই বিমানে ভ্রমণ করতে পারবেন না। সবাইকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিমানগুলিতে খাবার পরিবেশন না করার পরামর্শও দেওয়া হয়েছে।   প্রতিটি যাত্রীকে তাদের তাদের স্বাস্থ্যের বিষয়ে তথ্য পাওয়ার জন্য মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। করোনার এই ভয়ানক পরিস্থিতির জন্য আর এই  মহামারী ছড়িয়ে পড়ারজন্য,ভ্রমণকারীদের জন্য তাদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা প্রয়োজনীয়।  যাতে করোনা রোগীদের ট্র্যাক করা যায়। আপনি যদি এটি না করেন তবে আপনি ফ্লাইটে প্রবেশ পাবেন না। আর জেনারেল এবং  দ্বিতীয় শ্রেণির যাত্রীদের কথা মাথায় রেখে সরকার এই ছাড় দিয়েছে, যে তাদের   স্মার্টফোন থাকা প্রয়োজন নয়।দুই ঘণ্টারও কম যাত্রায় খাবার দেওয়া হবে না।

IMG 20200511 WA0041

ডিজিসিএর ১৭ মে থেকে কিছু ফ্লাইট চালানোর সিদ্ধান্ত

রেলপথ ট্রেন চালানোর ঘোষণা করার  পরে ডিজিসিএ ১৭ মে থেকে কিছু ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আশা করার হচ্ছে সতেরো তারিখের পর সব স্বাভাবিক হবে ।  ১২ ই মে থেকে ভারতীয় রেল পনেরো  জোড়া ট্রেন চালাবে।  অনলাইন বুকিং আজ বিকাল ৪ টা থেকে করা যাবে। গত মাসের চব্বিশ তারিখ থেকে লক ডাউনের কারণে রেল বিমান পরিষেবা সব বন্ধ করার হয়েছিলো। কিন্তু এবার আটকে পরা মানুষদের ফেরাতে এই উদ্যোগ।

কোথায় কোথায় চলবে ট্রেন

হাওড়া, পাটনা, বিলাসপুর,  রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দেবাদ, বেঙ্গালুরু, মদগাঁও, মুম্বই, চেন্নাই, তিরুবনন্তপুরম,দিবালগড়, আগরতলা,   মধ্য, আহমেদাবাদ এবং জম্মু তবি পর্যন্ত বিশেষ ট্রেন চলাচল করবে । রেলওয়ে বেশিরভাগ রাজ্যের রাজধানী বা প্রধান শহরগুলি দিল্লির সাথে সংযুক্ত করার চেষ্টা করেছে।

টিকিট বুক করার নিয়ম
ট্রেনের টিকিট  আইআরসিটিসি ওয়েবসাইট www.irctc.co.in এ পাওয়া যাবে। রেলস্টেশনে টিকিট বুকিং কাউন্টার বন্ধ রাখা হবে। ট্রেনগুলির জন্য সংরক্ষণ ১১ ই মে বিকাল ৪ টা থেকে শুরু করা হবে


সম্পর্কিত খবর