টেস্টে ভারতই সেরা! অস্ট্রেলিয়া কীভাবে এক নম্বরে চলে গেল? আইসিসি-কে প্রশ্ন গৌতম গম্ভীরের।

লকডাউন এর মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের জন্য খারাপ খবর এসেছিল। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে সিংহাসন চ্যুত হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট ক্রিকেট দল 2016 সালের অক্টোবর মাস থেকে টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান ধরে রেখেছিল। 42 মাস পর টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দল শীর্ষস্থান হারালো। শুধু তাই নয় শীর্ষস্থান থেকে একেবারে তিন নম্বরে নেমে যায় ভারতীয় দল এবং প্রথম স্থানে চলে যায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু এই লকডাউনের মধ্যেও যেখানে প্রায় দু’মাস ধরে ক্রিকেট বন্ধ, সেখানে হঠাৎ কিভাবে আইসিসি রাঙ্কিংয়ে পরিবর্তন ঘটলো? এটাই বুঝতে পারছেন না প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তিনি তো প্রায় এক প্রকার প্রশ্নই ছুড়ে দিলেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আইসিসি দিকে।

আইসিসি তাদের নতুন রাঙ্কিং প্রকাশ করেছে পয়লা মে। সেখানে দেখা যাচ্ছে 116 পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটে সবার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, 115 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। দুই পয়েন্ট খুইয়ে 114 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান থেকে একেবারে তৃতীয় নম্বরে নেমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল।

11479327632d826ff4a0da00903fefc382bc54c3430a602da28f952b32914afac54541287

এই ব্যাপারে গৌতম গম্ভীর আইসিসির দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে গত দুই বছর ধরে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে তাদের দেশেই হারিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। তার সত্ত্বেও কিভাবে ভারত রাঙ্কিংয়ে তৃতীয় স্থানে নেমে গেল? অপরদিকে অজিরাইবা প্রথম স্থানে উঠে গেল? এই ব্যাপারেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন গৌতম গম্ভীর।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর