আমফানের কারণে খালি করা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ, কোলে করে অন্যত্র সরানো হচ্ছে বিকলাঙ্গদের

বাংলাহান্ট ডেস্ক : সুন্দরবনের (Sundarban)বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা (Ghoramara) থেকে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। আগের সপ্তাহ থেকেই আমফানের সতর্কতা দেওয়া হয়েছিলো। তারপর থেকে পুলিশের আর প্রশাসন আট ঘাট বেঁধে নেমে পড়েছে। একে করোনা দুইএ ঝড় সব নিয়ে যেন চরমে প্রশাসন। প্রায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন ঘোড়ামারা থেকে প্রায় চার হাজার মানুষকে তুলে নিয়ে এসেছে।

IMG 20200519 WA0044

নিরাপদ জায়গায় সরানোর ব্যবস্থা করেছে পুলিশ 

সাগরের ফ্লাড সেন্টারে রাখা হচ্ছে তাঁদের।এই সমস্ত ফ্লাড সেন্টারে মাস্ক ও স্যানেটাইজারেরও ব্যবস্থা করা হয়েছে। বয়স্ক ও প্রতিবন্ধী বহু মানুষদের নৌকা থেকে নামিয়ে কোলে করে  ফ্লাড সেন্টারে পৌঁছে দিচ্ছে পুলিশ। এমনকি করোনা থেকে সবাইকে বাঁচিয়ে রাখতে নিরাপদ দূরত্ব বজায় রেখেই ওই সেন্টারে লক জন রাখার ব্যবস্থা করা হয়েছে। নদীর উপকূল এলাকাতে প্রচার চালিয়ে বারবার সবাইকে সতর্ক করা হয়েছে। আর নিরাপদ ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করছে পুলিশ।

সম্পর্কিত খবর