বাংলাহান্ট ডেস্কঃ ভাইরাল (viral) হওয়ার জন্য লোকে কত কিনা করে৷ আর এই TikTok ভিডিও-র দাপট এখন ঘরে ঘরে ৷ TikTok -এ নিজের সেরাটা দেওয়ার জন্য যুবক-যুবতীরা নানা ঝুঁকি নিতেও পিছ পা হন না ৷ তবে সম্প্রতি এক যুবক TikTok -এ ভাইরাল হওয়ার জন্য এমন এক কাজ করে বসলেন, যা দেখে রীতিমতো তাক লেগে যায় ৷
I checked #TikTok few days back & realised something is very wrong. There are many attention seeking kids putting not so good things.
And they are considered as inspiration. Speaks a lot about our times.
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 19, 2020
কাণ্ডটা হল, TikTok -এ সুপারহিট হওয়ার জন্য এক যুবক সেলফি তুলে ফেললেন এক সিংহের সঙ্গে ৷ আর সেই ভিডিও TikTok -এ দিতেই শেয়ারের বন্যা৷ ভিডিওটি নজরে আসতেই পুলিশ গ্রেফতার করেছে এই যুবককে ৷
উল্লেখ্য, টিকটক নিয়ে বিতর্ক নতুন নয়। অনেকদিন ধরেই এই অ্যাপ নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। তবে করোনা ভাইরাসের জেরে সেই বিতর্ক কয়েকগুণ বেড়ে গিয়েছে। করোনা সংক্রমণের জন্য অনেকেই চিনকে দায়ী করেছেন। সেই কারণে চিনের অ্যাপ টিকটক নিষিদ্ধ করার দাবি উঠেছে। এবার সেই দাবির পক্ষে সওয়াল করলেন বলিউডের বিখ্যাত অভিনেতা পরেশ রাওয়ালও। তাঁর ট্যুইট, ‘টিকটক নিষিদ্ধ করা হোক’। এই ট্যুইট বিতর্ক উস্কে দিয়েছে।
For example this person on #TikTok. Taking selfie with lion. Later arrested. pic.twitter.com/4dBM2GgtgI
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 19, 2020
এই অভিনেতার পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাও টিকটক নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তাঁর ট্যুইট, ‘আমার মতে, ট্যুইটার পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া উচিত। এ বিষয়ে আমি ভারত সরকারকে চিঠি দিচ্ছি। টিকটকে শুধু আপত্তিকর ভিডিওই থাকে না, এই অ্যাপ তরুণ প্রজন্মকে এমন একটি জীবনের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে তারা সৃষ্টিশীল কিছু করতে পারছে না, বেঁচে আছে শুধু কয়েকজন ফলোয়ারের জন্য, এমনকী প্রত্যাখ্যাত হয়ে মারাও যাচ্ছে।’