বাংলাহান্ট ডেস্কঃ ভিনরাজ্য থেকে যেসব শ্রমিক রাজ্যে ফিরেছেন তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য রাজ্য সরকারকে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার । কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায় ? প্রশ্ন তুললেন BJP সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)।
আজ পরিযায়ী শ্রমিকদের চারটি শিবির পরিদর্শন করেন তিনি । সেই সঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, পরিযায়ী শ্রমিকদের আসা থেকে শুরু করে তাঁদের খাওয়া-দাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করার কথা সরকারের । সেইমতো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অনুদান দিয়েছে অথচ রাজ্য সরকার শ্রমিকদের জন্য কোনওরকম ব্যবস্থা করেনি ।
এদিন পরিযায়ী শ্রমিকদের চারটি শিবিরে দেখা করেন তিনি সেইসাথে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, পরিযায়ী শ্রমিকদের আসার খরচ থেকে শুরু করে তাদের খাওয়া-দাওয়া সম্পূর্ণ বহন করার কথা সরকারের। সেইমতো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অনুদান দিয়েছেন অথচ রাজ্য শ্রমিকদের জন্য কোন রকম ব্যবস্থা করেনি বলে মন্তব্য করেন সাংসদ জগন্নাথ সরকার। এদিন পরিযায়ী শ্রমিকরাও সাংসদকে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিল।