বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে আর্থিক অবস্থার সঙ্কটের কথা মাথায় রেখে ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank Of India) রিটেল লোনের EMI-এ তিন মাসের জন্য স্বস্তি দিয়েছে। এর মানে এই যে, এবার আপনি হোম অথবা অটো লোনের EMI তিন মাসের জন্য স্থগিত করতে পারবেন। সব মিলিয়ে RBI লোন মোরেটেরিয়াম পিরিয়ড ৬ মাস মানে মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত করে দিয়েছে।
লকডাউনের মধ্যে টাকা পয়সার সমস্যায় পড়া মিডিল ক্লাস আর ব্যবসায়ীদের জন্য এটি বড় স্বস্তির খবর। এবার এই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India) সমস্ত যোগ্য গ্রাহকদের লোনের উপর মোরেটোরিয়াম আরও তিনমাস বাড়িয়ে দিয়েছে।
SBI একটি বয়ান জারি করে জানিয়েছে যে, যোগ্য লোন গ্রাহকদের থেকে জুন, জুলাই আর আগস্ট ২০২০ এর ইএমআই এর উপর স্ট্যান্ডীং ইন্সট্রাকশন/NACH মেন্ডেট স্থগিত করার জন্য সহমতি প্রাপ্ত করার জন্য যোগাযোগ করা হয়েছে।
এরজন্য ব্যাংক EMI স্থগিৎ করার প্রক্রিয়াও আসান করে দিয়েছে। যদি আপনি নিজের EMI আপাতত স্থগিত করতে চান, তাহলে আপনাকে ব্যাংক দ্বারা পাঠানো এসএমএস এ দেওয়া মোবাইল নাম্বারে ‘ইয়েস” লিখে পাঠাতে হবে।
এই কাজ এসএমএস পাওয়ার পাঁচ দিনের মধ্যে করতে হবে।