Ekchokho.com 🇮🇳

মেলেনি DA, সরকারকে চাপে ফেলতে ২১ জুলাই বড় ‘প্ল্যান’ রাজ্য সরকারি কর্মীদের! কী হতে চলেছে?

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (DA) কী মিলবে। আইনি জটই বা কবে কাটবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সরকারি কর্মীদের মধ্যে। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হলেও বকেয়া ডিএ-র (Dearness Allowance) অংশ মেটায় নি রাজ্য সরকার। উল্টে লক্ষ লক্ষ কর্মীদের হতাশ করে অতিরিক্ত ৬ মাস সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টে আবেদন করেছে সরকার। শীর্ষ আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য। এরই পাল্টা এ বার বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন সরকারি কর্মীরা।

ডিএ ইস্যুতে বড় পদক্ষেপের পথে সরকারি কর্মীরা | Dearness Allowance

ইতিমধ্যেই সুপ্রিম-রায় মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া না দেওয়ায় মুখ্যসচিব-অর্থসচিবকে আইনি নোটিস পাঠিয়েছে মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। মূল মামলাকারীদের তরফে মলয় মুখোপাধ্যায় তাঁর আইনজীবী মারফত ইমেইল করে নোটিস পাঠিয়েছেন। আদালত অবমাননার যুক্তিতে দেওয়া হয়েছে নোটিশ। এরই মধ্যে এ বার ফের জোরদার আন্দোলনের পথে সরকারি কর্মচারীরা।

জানিয়ে রাখি, বকেয়া ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ শনিবার নয়া কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনের তরফে মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আগামী ২১ জুলাই সংগঠনের তরফে শহিদ মিনারের ধর্নামঞ্চের সামনে ‘একুশে উৎসব’ পালন করা হবে।

আরও পড়ুন: প্রেমের চক্করে জীবন নিয়ে টানাটানি! হঠাৎ নদীতে বান! যুগলের সঙ্গে যা হল… ভাইরাল রুদ্ধশ্বাস ভিডিও

ভাস্করবাবু বলেন, ‘ডিএ না না, চাকরি চুরি করে সরকার এই রাজ্যে শ্রমের পারিশ্রমিক নিয়ে চাতুরি করেছে। প্রকৃত শ্রমকেই সরকার হত্যা করে ফেলেছে। তাই ২১ জুলাই শ্রমহত্যার প্রতিবাদে শ্রম-শহিদ দিবস পালন করা হবে।’ তিনি আরও বলেন, ২১ জুলাইয়ের পর ২৮ জুলাই নবান্ন চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতকে এড়িয়ে পাক নায়িকার সঙ্গে অভিনয়, দিলজিতের পাশে দাঁড়িয়ে ভারতীয়দেরই বিঁধলেন নাসিরউদ্দিন

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ডিএ বেতনেরই অংশ। বাজেট করার সময় সেই হিসেব করতে হয়। রাজ্য সবদিকে খরচ করছে, আর সরকারি কর্মীদের ডিএ দিতে বললেই কোমর ভেঙে যাচ্ছে। আইনজীবী বলেন, এভাবে সরকারি কর্মীদের ডিএ থেকে বঞ্চিত করা হল বেতন হ্রাস করা। মূল্যবৃদ্ধির সঙ্গে বেতনের সামঞ্জস্য রাখতেই ডিএ প্রদান করা হয়। তার কথায়, ‘রাজ্যকে নোটিস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে।’