বাংলা হান্ট ডেস্ক : কসবা ল কলেজে (Kasba Law College) ছাত্রীকে গণধর্ষণের (Gangrape) ঘটনায় একে একে সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার কলেজ কর্তৃপক্ষ সরাসরি পদক্ষেপ নিল প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের (Manojit Mishra) বিরুদ্ধে। অস্থায়ী কর্মী ও শাসকদলের ছাত্র সংগঠনের (Students Union) প্রাক্তন এই সদস্যকে শুধু বহিষ্কারই করা হয়নি, বরং তাঁকে তাঁর এতদিনের সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও দুই অভিযুক্ত—জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও নেওয়া হয়েছে কঠিন সিদ্ধান্ত। তাঁদের যেন ভবিষ্যতে কোনও কলেজে ভর্তি হতে না দেওয়া হয়, সে দিকেও কড়া নজর রাখার কথা জানানো হয়েছে।

দুপুর ২টার পর কলেজে ঢোকা নিষেধ!
মঙ্গলবার গভর্নিং বডির বৈঠকে নেওয়া হয়েছে একাধিক পরিবর্তনের সিদ্ধান্ত । জানানো হয়েছে, দুপুর ২টার পর আর কেউ কলেজে ঢুকতে পারবে না। এমনকি কলেজ চত্বরেও থাকতে পারবে না কেউ। আর আই-কার্ড ছাড়া কলেজে প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাতেও এসেছে বড় পরিবর্তন। যে বেসরকারি সংস্থা কলেজে নিরাপত্তার দায়িত্বে ছিল, তাদের শো-কজ করা হয়েছে।
চলবে না পঠনপাঠন, শুধু পরীক্ষা
এই ঘটনার জেরে কলেজে পঠনপাঠন আপাতত বন্ধ রাখা হয়েছে। যদিও প্রথম সেমেস্টারের পরীক্ষা ফর্ম ফিল-আপ চলছে, সেই কাজের জন্যই অফিস খোলা থাকছে। ভবিষ্যতে ক্লাস চালু হবে কিনা, তা নির্ভর করবে উচ্চশিক্ষা দপ্তর ও পুলিশের অনুমতির উপর। এদিকে গণধর্ষণের ঘটনায় মূল তিন অভিযুক্তকে আগামী ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। কলেজের সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছে ৪ জুলাই পর্যন্ত হেফাজতে।
আরও পড়ুন : গ্রেফতারির ঠিক ১ ঘন্টা আগে কী করছিলেন মনোজিৎ? কসবা কাণ্ডে মোড় ঘোরানো তথ্য এবার পুলিশের হাতে!
গোটা ঘটনার পরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কলেজ চত্বরে। অভিভাবক ও পড়ুয়াদের অনেকেই প্রশ্ন তুলছেন, যেখানে কলেজের কর্মীই এমন নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত, সেখানে পড়াশোনা চালানো কতটা নিরাপদ? যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য ভবিষ্যতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই ঘটনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও নজরদারির খামতি নিয়েও বড় প্রশ্ন উঠে গেল। এই গণধর্ষণ শুধু একটি অপরাধ নয়, বরং শিক্ষাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থার ওপর গভীর আঘাত। সমাজের চোখ এখন এই কলেজ এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।