বাংলা হান্ট ডেস্ক: বেঁচে থাকতে করতেন দানধ্যান। এমনকি মৃত্যুর পর সেই কষ্ট দূর করে গেলেন। মৃত্যুর আগে নিজের শেষ ইচ্ছের কথা বলে গিয়েছিলেন ব্যবসায়ী। বাবার মৃত্যুর পর সেই ইচ্ছে পূরণ করল ছেলে। হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি (Money Rain) করালো ছেলে। এই ভিডিও বর্তমানে সমাজ মাধ্যমে ভাইরাল(Viral)।

সূত্রের খবর, আমেরিকার ডেট্রয়েটের ইস্টসাইডের বাসিন্দা ছিলেন প্লান্ট টমাস। নিজের এলাকাতেই ছিল একটি গাড়ি ওয়াশের দোকান। এমনকি প্লান্ট টমাস বরাবরই দায়িত্বশীল ছিলেন। কিন্তু শেষ জীবনের বেশ কয়েক বছর পেতে হয়েছে কষ্ট। অ্যালজাইমার্সের কমলে পড়ে ধীরে ধীরে ফিকে হচ্ছিল তার স্মৃতি।৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্লান্ট টমাস। তবে শেষ নিঃশেষ ত্যাগ করার আগে, নিজের অন্তিম ইচ্ছের কথা জানিয়ে গিয়েছিলেন তিনি। প্লান্ট টমাসের বরাবর সমাজ ও নিজের মানুষদের সাহায্য করতে চাইতেন। তার মৃত্যুর পর, দুই ছেলেকে সেই ইচ্ছের মর্যাদা দেন।
হেলিকপ্টারে করে আকাশ থেকে নোট বর্ষণ (Money Rain)ছেলেদের
বাবার শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে টমাসের দুই ছেলে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেন। সেই হেলিকপ্টারে গোলাপের পাপড়ির সঙ্গে ধরা হয় টাকা। প্লান্ট টমাসের শেষকৃত্য চলাকালীন সেই হেলিকপ্টার এলাকার আকাশে চক্কর কাটে। পাশাপাশি ফুলের পাপড়ি ও টাকা বর্ষণ করতে থাকে উপর থেকে। আর এই ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Detroit man has a helicopter drop money from the sky as his last wish.
58-year-old car wash owner Darrell “Plant” Thomas passed away in June and wanted to give his community one final gift.
On the day of his funeral, Thomas’ sons Darell and Jonte organized a helicopter to drop… pic.twitter.com/ZOhM5gFXJE
— Collin Rugg (@CollinRugg) July 1, 2025
স্থানীয়রা জানিয়েছেন, গত ২৭ জুন দুপুর একটা নাগাদ গ্ৰ্যাটিয়ট অ্যাভিনিউয়ের ওপর টাকা ও পুষ্প বৃষ্টি করা হয় হেলিকপ্টার থেকে। সব মিলিয়ে প্রায় ৫০০০ ডলার , ভারতীয় মুদ্রায় যা ৪ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা। এই ৪ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা বর্ষণ করা হয়েছে বলে জানা গিয়েছে।এই প্রসঙ্গে টমাসের ভাইজি বলেন,’উনি বরাবরই দানধ্যান করতেন। শেষ ইচ্ছেতেও সমাজের উপকারের কথা বলেন। সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়।’
আরও পড়ুন:মেয়েকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ বাবার, হাড়হিম করা ভিডিও ভাইরাল
জানা যায় এই ঘটনায় রাস্তাঘাটে গাড়ি-ঘোড়া থেমে যায়, এবং সকলেই ব্যস্ত হয়ে পড়েন নোট কুড়াতে। তবে এইভাবে হেলিকপ্টার থেকে টাকা উড়ানো নিয়ে ইতিমধ্যেই আইনের টানাপোড়ন শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।