Ekchokho.com 🇮🇳

বিস্ফোরক স্বীকারোক্তি খোদ পুলিশের! কসবা কাণ্ডে জামিন হচ্ছে মূল অভিযুক্তের? সামনে আপডেট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এখনই জামিন দেওয়া যাবে না কসবা কাণ্ডে (Kasba Law College) মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে। জামিন পেলে প্রমাণ লোপাট করতে পারে অভিযুক্ত। মনোজিৎ মিশ্রের ব্যাপারে এমনি দাবি করে জামিনের বিরোধিতা করেছে খোদ পুলিশই। শুধু তাই নয়, আলিপুর আদালতে অভিযুক্ত মনোজিৎকে ‘প্রভাবশালী’ বলেও উল্লেখ করেছে পুলিশ।

কসবা কাণ্ডে (Kasba Law College) অভিযুক্তের জামিন নিয়ে বিষ্ফোরক পুলিশ

সম্প্রতি কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তভার গিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগের কাছে। মঙ্গলবার আদালতে অভিযুক্ত মনোজিৎকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয় পুলিশের তরফে। সেখানেই অভিযুক্তের জামিনের বিরোধিতা করে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মূল অভিযুক্ত (Kasba Law College) অত্যন্ত প্রভাবশালী। তিনি যদি জামিন পান তবে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন, সাক্ষীদের ভয় দেখাতে পারেন, তদন্ত প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারেন।

What did police say about kasba law college main accused bail

উঠেছে একাধিক অভিযোগ: উল্লেখ্য, ইতিমধ্যেই মূল অভিযুক্ত (Kasba Law College) মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। ওই কলেজেরই একাধিক প্রাক্তন এবং বর্তমান পড়ুয়া মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধে। এক ছাত্রীও সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন, তাঁকে যৌন নির্যাতন করেছিলেন মনোজিৎ। এমনকি ‘প্রভাবশালী’ তকমা খাটিয়ে ওই কলেজে (Kasba Law College) রাজত্ব করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরো পড়ুন : হাসপাতাল থেকে ফুটপাতের দোকান সর্বত্র কাটমানি! ‘তৃণমূলী তোলাবাজি’র বিরুদ্ধে তোপ দেগে মমতাকে একহাত অমিত মালব্যর

জামিনের বিরোধিতা পুলিশের: এর মাঝেই খোদ পুলিশই যখন জামিনের বিরোধিতা করে অভিযুক্তকে ‘প্রভাবশালী’ তকমা দেয়, তখন প্রশ্ন ওঠে যে পুলিশ কি তবে মেনে নিলে, অভিযুক্ত রাজনৈতিক ভাবে প্রভাবশালী? আদালতে রিমান্ড লেটারে পুলিশের বক্তব্য তেমন প্রশ্নই তুলে দিচ্ছে।

আরো পড়ুন : গ্রেফতারির ঠিক ১ ঘন্টা আগে কী করছিলেন মনোজিৎ? কসবা কাণ্ডে মোড় ঘোরানো তথ্য এবার পুলিশের হাতে!

মঙ্গলবার আদালতে তোলা হয় অভিযুক্তকে। কিন্তু এদিন তাঁর জামিনের জন্য সওয়াল করেননি তাঁর আইনজীবী। বরং তিনি দাবি করেন, গণধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। এমনকি ভরা আদালতে তিনি দাবি করেন, তাঁর মক্কেলের কাঁধে নাকি ‘লাভ বাইট’ দেখা গিয়েছে।