বাংলাহান্ট ডেস্ক : বেলেঘাটার বিজেপি (BJP) কর্মী খুনে সিবিআই এর অতিরিক্ত চার্জশিটে নাম উঠল তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ মোট ১৮ জনের। বিধায়ক ছাড়াও চার্জশিটে নাম রয়েছে শাসক দলের দুই কাউন্সিলর পাপিয়া ঘোষ এবং স্বপন সমাদ্দারেরও। সিবিআইয়ের এই সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়।

বিজেপি (BJP) কর্মী খুনে সিবিআই চার্জশিটে নাম তৃণমূল বিধায়কের
একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসায় খুন হন বেলেঘাটার বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকার। ওই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর আগে এই মামলায় একটি চার্জশিট জমা করেছিল সিবিআই। কিন্তু তারপরেও আরও বেশ কিছু তথ্য উঠে আসে তদন্তে। সেই তথ্যের ভিত্তিতেই একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কাদের নাম উঠে এসেছে: সিবিআই সূত্রে জানা গিয়েছে, নতুন করে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জমা করা হয়েছে এই অতিরিক্ত চার্জশিট। সেখানেই নাম উঠে এসেছে তৃণমূল বিধায়ক পরেশ পাল, দুজন কাউন্সিলর সহ মোট ১৮ জনের। এদিকে এই চার্জশিটে শাসক দলের নাম জড়াতেই তুঙ্গে উঠেছে বিতর্ক।
আরো পড়ুন : বিস্ফোরক স্বীকারোক্তি খোদ পুলিশের! কসবা কাণ্ডে জামিন হচ্ছে মূল অভিযুক্তের? সামনে আপডেট
তীব্র প্রতিক্রিয়া বিজেপির: বিজেপির (BJP) তরফে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরীহ কর্মীদের উপরে হামলা চালিয়েছিল তৃণমূল। এবার সেসব একে একে সামনে আসছে। বিরোধী দলের অভিযোগের বিরুদ্ধে পালটা তোপ দেগেছে শাসক শিবির।
আরো পড়ুন : ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে মানেননি RG Kar মামলাকে, সঞ্জয়কে ‘মানবতার বাণী’ শোনানো বিচারকই দিলেন ফাঁসির সাজা
পুরো বিষয়টিকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে তৃণমূলের বক্তব্য, একুশের ভোট পরবর্তী হিংসা নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি (BJP)। উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত চালানো হচ্ছে সিবিআইকে দিয়ে। এর জবাব তারা আদালতে দেবে বলে জানিয়ে দিয়েছে তৃণমূল।