বাংলাহান্ট ডেস্ক : এ যেন মিনি ভারতবর্ষ। একই পরিবারের মধ্যে সর্ব ধর্ম সমন্বয়। অবাক লাগলেও এমনই এক পরিবার রয়েছে খাস বলিউডেই। জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত মাসে (Vikrant Massey) বাবা হয়েছেন সদ্য। সবেমাত্র এক বছর হয়েছে ছেলের বয়স। কিন্তু ছেলের ধর্ম পরিচয় নিয়েই তৈরি হয়েছে সঙ্কট। কিন্তু কেন?

বিক্রান্তের (Vikrant Massey) পরিবারে সর্ব ধর্ম সমন্বয়
আগে পরিবারে মোটে চারজন মানুষ ছিল বিক্রান্তের (Vikrant Massey)। তিনি, তাঁর বাবা, মা এবং ভাই। এখন যোগ হয়েছে আরো দুজন। কিন্তু চারজনে চার রকম ধর্মে বিশ্বাসী। বিক্রান্ত নিজে হিন্দু। কিন্তু তাঁর বাবা খ্রিস্টান। মা আবার শিখ ধর্মাবলম্বী। এদিকে ভাই আপন করে নিয়েছেন ইসলাম ধর্ম। মাত্র ১৭ বছর বয়সেই ধর্মান্তরিত হন বিক্রান্তের (Vikrant Massey) ভাই। নতুন নাম হয় মইন। এ নিয়ে তীব্র কটাক্ষের মুখেও পড়েছিল তাঁদের পরিবার।
নিজে হিন্দু ধর্মাবলম্বী অভিনেতা: বিক্রান্তের (Vikrant Massey) স্ত্রী অবশ্য তাঁর মতোই হিন্দু। তাই তাঁরা বিয়েটাও করেছিলেন সেই ধর্মীয় রীতি মেনেই। কিন্তু তাঁদের ছেলে কোন ধর্মের? অভিনেতা জানান, ছেলের ধর্ম উল্লেখই করেননি তিনি জন্মের শংসাপত্রে। ওই জায়গাটা ফাঁকাই রেখে দিয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেতা বলেন, সরকারি ভাবে কোথাও উল্লেখ করা নেই যে ধর্ম উল্লেখ করতে হবে।
আরো পড়ুন : ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে মানেননি RG Kar মামলাকে, সঞ্জয়কে ‘মানবতার বাণী’ শোনানো বিচারকই দিলেন ফাঁসির সাজা
ছেলের ধর্ম নিয়ে জবাব অভিনেতার: বিক্রান্তের (Vikrant Massey) কথায়, ধর্মীয় বিশ্বাস যাঁর যাঁর ব্যক্তিগত বিষয়। তাই ছেলের জন্মের পর জায়গাটা ফাঁকাই রেখেছেন তাঁরা। অভিনেতা এও বলেন, তাঁর সন্তান যদি কখনো ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করে তাহলে তিনি খুব কষ্ট পাবেন।
আরো পড়ুন : BJP কর্মী খুনে CBI-এর অতিরিক্ত চার্জশিট, জ্বলজ্বল করছে TMC-র এই বিধায়ক সহ ১৮ জনের নাম
পরিবারের মানুষজন বিভিন্ন ধর্মাচরণে বিশ্বাসী হলেও বিক্রান্ত নিজে মেনে চলেন হিন্দু ধর্ম। তবে তাঁর মতে, মানুষই ধর্ম সৃষ্টি করেছে। তিনি মন্দির, মসজিদ, গির্জা সর্বত্রই যান। সর্বত্রই শান্তি খুঁজে পান। আর ছেলেও একই শিক্ষায় বড় হোক, এমনটাই চান বিক্রান্ত। তার ধর্ম বেছে নেওয়ার স্বাধীনতা তার উপরেই ছেড়েছেন অভিনেতা।