বাংলাহান্ট ডেস্কঃ ভারত (india) জুড়ে লকডাউনের কারনে বন্ধ ছিল শুটিং (shooting) । এবার ‘আনলকডাউন ১.০’ (unlockdown 1.0) তে শুটিং শুরু হলেও কর্মহীনতার কালো মেঘ রয়েছে বিশাল এক অংশের কলাকুশলীদের ওপর। কারন নতুন নিয়মে শুটিং-এ অভিনেতা অভিনেত্রী ও শিল্পী সংখ্যা কমে যাবে অনেকটাই৷
ধারাবাহিকের ( সিরিয়াল) এর শুটিং শুরুর নির্দেশাবলিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, ৩৫ জনের বেশী লোক এক ইউনিটে কাজ করতে পারবে না। সে ক্ষেত্রে জুনিয়র আর্টিস্টদের প্রায় সকলের জন্যই কাজ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি কাজ হারাবেন পার্শ্ব চরিত্র ও ছোট চরিত্রে কাজ করা অভিনেতা অভিনেত্রীরাও। কাজ হারাবেন বেশ চলচ্চিত্র ও ধারাবাহিক শিল্পের সাথে জড়িত আরো অনেকেই। আগামী ছয় মাসেও এই অবস্থার উন্নতি হবে বলে মনে করছেনা ইন্ডাস্ট্রির একাংশ
সিরিয়ালে শুটিং-এ ভিড় বাড়াতে বহু জুনিয়র আর্টিস্টদের প্রয়োজন হয়। একটা বিরাট অংশের মানুষের দিন গুজরান হয় জুনিয়র আর্টিস্ট এর কাজ করেই। কিন্তু এই মুহুর্তে ধারাবাহিকে ভিড় দেখানো যাবেনা বলে ডাক পড়বে না তাদের। পরিস্থিতির কারনেই কাঁটছাঁট হবে সেই সব দৃশ্যের। সুরিন্দর ফিল্মসের প্রযোজক নিসপাল সিংহ জানিয়েছেন, রিয়্যালিস্টিক শুটিং এর দিকে ঝুঁকছেন তারা। এখন অনেক বিয়েই ১০-১২ জন অতিথি নিয়ে সারা হয়, সিরিয়ালেও তেমনটাই হবে।
আবার বয়স্ক শিল্পীদেরও এই মুহূর্তে শুটিং এর অংশ হিসাবে ভাবছে না পরিচালক প্রযোজকরা। সরকারি নিয়ম অনুযায়ী, ৬৫ বছরের ঊর্ধ্বে বয়স্কদের বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে। সেই হিসাবেই বাদ পড়তে পারেন বহু বরিষ্ঠ অভিনেতা অভিনেত্রী।