বাংলা হান্ট ডেস্কঃ বড়সড় চাঞ্চল্য ছড়াল মহানগরী কলকাতায় (Kolkata)। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিত্ কর পুরকায়স্থের (surajit kar purkayastha) প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির দেহ উদ্ধার হওয়ার পর গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সল্টলেকের BE Block এর বন্ধ ঘরের ভিতরে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে দুজনার। মৃতদের নাম শর্মিষ্ঠা কর পুরকায়স্থ (৬০) এবং পাপিয়া দে (৭৯)।
এলাকাবাসী জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন প্রাক্তন কমিশনারের প্রাক্তন স্ত্রী এবং শাশুড়ি। এলাকাবাসীর সাথে সেরকম ভাবে মেলামেশাও করতেন না ওনারা। আর ৪৮ ঘণ্টার উপরে ওনাদের কেউ বাড়ির বাইরেও দেখেন নি।
আত্মীয়রাও ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন নি। বাড়ির দরজা জানালা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর শনিবার সন্ধ্যেয় তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ পান।
এরপর দরজা ভেঙে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে প্রথমে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর জি কর হাসপাতালে।
প্রাপ্ত সুত্র অনুযায়ী, কিছুদিন আগে সুরজিত্ কর পুরকায়স্থের প্রাক্তন শাশুড়ির অপারেশন হয়। আর তিনদিন আগে উনি হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন। যেহেতু চারিদিকে করোনার আশঙ্কা বেড়েই চলেছে। সেহেতু ওনার উপর নজর রেখেছিল স্বাস্থ্য দফতর।
কিভাবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। করোনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে এলাকা স্যানিটাইজ করা হয়েছে। আপানদের জানিয়ে দিই, কলকাতার প্রাক্তন কমিশনার সুরজিত্ কর পুরকায়স্থের সাথে ওনার স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থ’র বিচ্ছেদ অনেক বছর আগেই হয়েছিল।