নতুন কোম্পানি তৈরির প্রক্রিয়া শুরু করে দিল এটিকে-মোহনবাগান।

এই মরশুমের শুরুতেই গাঁটছড়া বেঁধে ছিল মোহনবাগান এবং এটিকে। এবার নতুন কোম্পানি তৈরির প্রক্রিয়া শুরু করে দিল এটিকে- মোহনবাগান। এটিকে এবং মোহনবাগানের নতুন কোম্পানির নাম হতে চলেছে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড। মনে করা হচ্ছে নতুন কোম্পানি তৈরীর প্রক্রিয়া শেষ হতে হতে জুলাই মাসের শেষ হয়ে যাবে।

নতুন কোম্পানি তৈরি হওয়ার পরেই প্রথম বোর্ড মিটিংয়ে বসবে এটিকে মোহনবাগান। আর এই বোর্ড মিটিং এর দিকেই তাকিয়ে রয়েছে হাজার হাজার সবুজ- মেরুন সমর্থক। কারণ প্রথম বোর্ড মিটিংয়েই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন দলের নাম, দলের জার্সি এবং দলের নতুন লোগো। নতুন কোম্পানির নাম এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড হওয়ায় ইতিমধ্যেই ময়দানে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে নতুন দলের নাম এটিকে মোহনবাগান হতে চলেছে। আর এই নামেই আগামী মরশুমে আইএসএলে নামতে চলেছে হাবাসের দল।

94289575d83a65dee7b48ed8afc16b347105f7c8c9b8f65698f998c5f6d159baa5fb38f4

এখনও পর্যন্ত নতুন দলের নাম চূড়ান্ত না হলেও সূত্র মারফত জানা গিয়েছে এটিকে মোহনবাগান নামেই সামনের মরশুমে আইএসএলে খেলতে চলেছে এই নতুন দলটি। চলতি মরশুমে আইএসএল খেলার পাশাপাশি এএফসি কাপের গ্রুপ লিগেও হাবাসের নেতৃত্বে এই নতুন দলটি খেলবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর