চলতি বছরে আরও বাড়তে চলেছে অর্থনৈতিক মন্দা,আশঙ্কা বিশ্বব্যাংকের

 

বাংলা হান্ট ডেস্ক : চীন থেকে আগত করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব।বিশ্বের উন্নতশীল দেশগুলিতেও দাপিয়ে নিজের দাপট দেখিয়েছে কোভিড ১৯। মার্চ মাসে ভারতেও প্রবেশ করে করোনা ভাইরাস। তাই সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সিদ্ধান্তের তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার। প্রথমে 15 দিনের ইঙ্গিত দিয়ে লকডাউন শুরু হলেও শেষে তা বাড়তে বাড়তে পৌঁছে প্রায় আড়াই মাসে। এই আড়াই মাস ধরে 80 % আয় বন্ধ সরকারের। করোনা ভাইরাসের থাবায় অনেকটাই ভাটা পড়েছে ভারতের অর্থনীতিতে।

IMG 20200609 WA0024

এবার ভারতের অর্থনীতি আরও সংকুচিত হবে বলে পূর্বাভাস বিশ্ব ব্যাংকের। চলতি অর্থবর্ষে 3.2 % কমবে ভারতের অর্থনীতির হার।ফলে বাড়বে অর্থনৈতিক মন্দা। করোনা ও তার সংক্রমন রুখতে দফায় দফায় মেয়াদ বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অর্থনীতি। দেশের 80% কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। তাই এবছর ভারতের অর্থনীতি আরও পড়বে বলে আশঙ্কা বিশ্বব্যাংকের।

Udayan Biswas

সম্পর্কিত খবর