বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railways) সুরক্ষিত পরিবহণের মাধ্যম মামলায় ইতিহাস সৃষ্টি করল। ভারতীয় রেল অনুযায়ী, এপ্রিল ২০১৯ থেকে এখনো পর্যন্ত কোন রেল দুর্ঘটনায় (Rail Accident) এক জন যাত্রীরও মৃত্যু হয়নি। এটা রেলের ১৬৬ বছরের ইতিহাসে সবথেকে কীর্তিমান রেকর্ড। রেলওয়ে এপ্রিল ২০১৯ থেকে মার্চ ২০২০ পর্যন্ত আর এরপর ৮ জুন ২০২০ পর্যন্ত সবথেকে ভালো সুরক্ষা রেকর্ড দায়ের করেছে। জানিয়ে দিই, আমদের দেশে রেলের পরিচালন ১৮৫৩ সালে শুরু হয়েছিল।
রেলওয়ের ১৬৬ বছরের ইতিহাসে এটাই প্রথম ১৫ মাস, যেখানে কোন রেল দুর্ঘটনায় রেল যাত্রীর মৃত্যু হয়নি। রেলওয়ে অনুযায়ী, দুর্ঘটনা এড়াতে প্রতিটি বিন্দুতে কাজ করা হয়েছে। রেল যাত্রাকে সুরক্ষিত বানানোর জন্য দেশজুড়ে গার্ড যুক্ত রেলওয়ে ক্রসিংয়ের জায়গায় রোড ওভার ব্রিজ আর রোড আন্ডার ব্রিজ বানানো হয়েছে। এছাড়াও পুরনো ব্রিজ গুলোকে আগের থেকে আরও ভালো বানানো হয়েছে। সুরক্ষিত যাত্রার জন্য রেল লাইন গুলোকে বদলানো হয়েছে।
সুরক্ষিত যাত্রার জন্য রেল লাইন গুলোর রক্ষানাবেক্ষণে জোর দেওয়া হয়েছে। রেলের কর্মচারীদের উচ্চ প্রশিক্ষণের সাথে সিগন্যাল প্রণালী উন্নত করা আর সুরক্ষা কাজে আধুনিক টেকনোলোজি ব্যবহার করা হয়েছে। এর সাথে সাথে ট্রেনের পুরনো কামরা গুলোর জায়গায় নতুন করে আধুনিক এবং সুরক্ষিত কামরা জোড়া হয়েছে।
আরও পড়ুনঃ প্রচুর প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের, জেনে নিন কোন কোন রুটে চলবে ট্রেন
রেল ২০১৮-১৯ এ ৬৩১ টি গার্ড যুক্ত রেলওয়ে ক্রসিং সরিয়ে রোড ওভার ব্রিজ অথবা রোড আন্ডার ব্রিজ করেছে। আরেকদিকে ২০১৯ থেকে ২০ এর মধ্যে ১ হাজার ২৭৪ গার্ড যুক্ত রেলওয়ে ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। এর সাথে সাথে সুরক্ষা বাড়ানোর জন্য ২০১৯ থেকে ২০ এর মধ্যে মোট ১ হাজার ৩০৯ টি ব্রিজ অথবা সাবওয়ে বানানো হয়েছে।
আরও পড়ুনঃ কষ্টের মধ্যেও খুশির খবর: শ্রমিক স্পেশ্যাল ট্রেনে জন্ম হয়েছে ৩৭ টি শিশুর
২০১৯-২০ এর মধ্যে রেল মোট ১ হাজার ৩৬৭ টি ব্রিজের মেরামতি করেছে। এর সাথে সাথে ৫ হাজার ১৮১ কিমি নতুন রেল লাইন বদলানো হয়েছে পুরনো লাইনের জায়গায়। এটা এক বছরে এখনো পর্যন্ত রেকর্ড। এই বছরে লেভেল ক্রসিং গুলোকে সিগন্যালের মাধ্যমে ইন্টারলোক করা হয়েছে। আরেকদিকে, ৮৪ টি স্টেশনের সুরক্ষা বাড়ানোর জন্য উন্নত ম্যাকানিক্যাল সিগন্যাল অথবা ইলেকট্রনিক সিগন্যাল লাগানো হয়েছে।
আরও পড়ুনঃ @ভারতীয় রেকরোনার প্রভাবে আর্থিক ক্ষতি ভারতীয় রেলে, প্রায় ৫ লক্ষ কর্মী ছাঁটাইয়ের উপর চলছে ভাবনাচিন্তা
সুরক্ষিত রেল যাত্রার জন্য ২০১৭ সালে এক লক্ষ কোটি টাকা রেল সুরক্ষা কোষ থেকে নির্ধারিত করা হয়েছিল। আগামী পাঁচ বছরের জন্য ২০ হাজার কোটি টাকা আরও খরচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফান্ডের ব্যবহার সুরক্ষার জন্য করা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হবে।