বাংলাহান্ট ডেস্কঃ রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রশ্নের পাল্টা জবাব দিলেন লাদাখের (Ladakh) বিজেপি সাংসদ জামিয়াং শেরিং নামগিয়াল (Jamyang Tsering Namgyal)। জানালেন, ‘হ্যাঁ ভারতের ভূখন্ড দখল করেছে চীন, তবে সেটি কংগ্রেস আমলে’। নিজের ছোঁড়া বাণে নিজেই বিদ্ধ হলেন রাহুল।
রাহুলের খোঁচা
ভারত- চীন সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছাতেই বেশ কিছু দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও প্রশ্নের পর প্রশ্ন করে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তাঁর দাবী, ‘সরকার সঠিকভাবে বলুক, চীন এখনও অবধি ভারতের কতটা অধিগ্রহণ করে নিয়েছে? ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা ঢুকে এলাকা দখল করে নিচ্ছে। কিন্তু এই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী একদম চুপ আর অদৃশ্য রয়েছেন’।
Once RM is done commenting on the hand symbol, can he answer:
Have the Chinese occupied Indian territory in Ladakh?
— Rahul Gandhi (@RahulGandhi) June 9, 2020
আলোচনার মাধ্যমে সেনা সরায় দুই দেশ
ভারত-চীন সীমা বিবাদের উত্তপ্ত পরিস্থিতি ঠাণ্ডা করতে বুধবার দুই দেশের মধ্যে বৈঠক স্থাপন হয়। সকাল ৮ টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা দুপুর ২ টোয় গড়ায়। দুই দেশই আলোচনার মাধ্যমে সীমান্ত এলাকা থেকে তাঁদের সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। এবং সেই মতো সরানোও হয় সেনা। তবে ভবিষ্যতে গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট ১৪, পেট্রোলিং পয়েন্ট ১৫, হট স্প্রিং এলাকায় আরও বৈঠক হবার কথা রয়েছে।
রাহুলের প্রশ্নের জবার দিলেন লাদাখের বিজেপি সাংসদ
ভারতের এই সীমা বিবাদের সমস্যার মধ্যেই রাহুলের প্রশ্ন যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করছিল। রাহুলের করা প্রশ্নের পাল্টা জবাব দিতে এবার মাঠে নামলেন খোদ লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং শেরিং নামগিয়াল। তিনি ট্যুইট করে জানালেন, ‘হ্যাঁ চীন ভারতের ভূখণ্ড দখল করে নিয়েছে। তবে সেই সালটা ছিল ১৯৬২, কংগ্রেস রাজত্ব কাল। তবে মোদী জি আসার পর এক সূচও মাটি যায়নি চীনের দখলে’।
I hope @RahulGandhi and @INCIndia will agree with my reply based on facts and hopefully they won't try to mislead again.@BJP4India @BJP4JnK @sambitswaraj @JPNadda @blsanthosh @rajnathsingh @PTI_News pic.twitter.com/pAJx1ge2H1
— Jamyang Tsering Namgyal (@jtnladakh) June 9, 2020
ছবি দেখিয়ে বিস্তারিত জানান
তিনি আরও বিস্তারিত ছবি দেখিয়ে স্থান চিহ্নিত করে বলেন, ১৯৬২ -এর পর ইউপিএ আমলে ২০০৮ সালে ছবি ও প্যাংনাক উপত্যকায় ২৫০ কিলোমিটার ভারতের ভেতরে ঢুকে যায় চীন। এরপর ২০১২ সালে কংগ্রেসের জমানায় জোরাওয়ার ফোর্ট নিঃশেষ করে পিপলস লিবারেশন আর্মি এবং সেখানে অবজার্ভিং পয়েন্ট বানায় চাইনিজ সেনা। এবং পরবর্তীতে ২০০৮ সালে ভারত ডুম চেলির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে’। সেই সঙ্গে তিনি লেখেন, ‘আমি আশা করব, তথ্যনির্ভর আমার উত্তরের সঙ্গে একেবারে সহমত পোষণ করবেন রাহুল গান্ধী। এবং কংগ্রেস মানুষকে আর ভুলপথে চালিত করার চেষ্টা করবেন না।’