কয়েক দিন আগেই আইসিসি এবং বিসিসিআই এর মধ্যে কড়া ভাষায় মেল আদানপ্রদান হয়েছে ভারতে অনুষ্ঠিত 2021 এবং 2023 বিশ্বকাপ আয়োজন নিয়ে। শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজনের জন্য কর সংক্রান্ত সমস্যা মেটাতে আইসিসি বাড়তি সময় দিল বিসিসিআই কে।
আইসিসির জেনারেল কাউন্সেল এবং কোম্পানি সেক্রেটারি জোনাথন হল কয়েক মাস আগেই বিসিসিআই সেক্রেটারির কাছে কড়া ভাষায় জানতে চাই যে, আগামী 2021 এবং 2023 বিশ্বকাপ এর আয়ের উপর কর ছাড়ের ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে বিসিসিআই? আসলে চুক্তি অনুযায়ী 2021 সালের টিটোয়েন্টি বিশ্বকাপের দেড় বছর আগে এই কর ছাড় সংক্রান্ত সমস্ত তথ্য আইসিসিকে দিয়ে দেওয়ার কথা রয়েছে বিসিসিআই এর।
বুধবার আইসিসি টেলিকনফারেন্সের মাধ্যমে বিশেষ বৈঠকে বসেছিল। সেই বৈঠকের অন্যতম মূল এজেন্ডা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড কর ছাড় সংক্রান্ত তথ্য। এইদিন বৈঠকে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হওয়ার পর সমাধান সূত্রে পৌঁছানো গিয়েছে। অবশেষে ইতিবাচক সিদ্ধান্ত পৌঁছায় দু পক্ষই। আইসিসি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে এর মধ্যে কর ছাড় সংক্রান্ত সমস্যা মিটিয়ে নিতে হবে।