বাংলাহান্ট ডেস্ক: ২০১৪ সালে অক্ষয় কুমারের প্রোডাকশনে ‘ফাগলি’ ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রাখেন কিয়ারা আডবানী (Kiara Advani)। কিন্তু ছবির সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ও দর্শকদের মন কাড়তে বাধ্য হয়। এরপর দীর্ঘ বিরতি। তারপর ফের ৪ বছর পর ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বড়পর্দায় ফিরলেন।
এরপরেই তাঁর কেরিয়ারের গ্রাফ পরিবর্তন হতে শুরু করে। একটা সময় অভিনয় দিয়ে সিনেপ্রেমীদের মন জয় করতে ব্যর্থ হয়েছিলেন। আর এখন তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন।
কিয়ারার কেরিয়ারে অন্যতম মাইলফলক ‘লাস্ট স্টোরিজ’ ওয়েব সিরিজ। এই সিরিজে তাঁর অসাধারন সাবলীল অভিনয় জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। তবে এই সিরিজেরই একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন কিয়ারা। সিরিজের সবথেকে চর্চিত দৃশ্য সেটি অর্থাৎ অভিনেত্রীর ভাইব্রেটর ব্যবহারের দৃশ্য।
লাস্ট স্টোরিজে ভিকি কৌশলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন কিয়ারা। স্বামীর সঙ্গে সঙ্গমে সুখ না পাওয়ায় ভাইব্রেটর ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ঘটনাচক্রে তা পুরো পরিবারের সামনে ফাঁস হয়ে যায়। দৃশ্যটি আপাত দৃষ্টিতে মজাদার হলেও কিভাবে অভিনয় করবেন তা নিয়ে চিন্তায় পড়েছিলেন কিয়ারা।
নেহা ধুপিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, করন জোহর তাঁকে বলে দিয়েছিলেন কিভাবে অভিনয় করতে হবে। কিয়ারা যেন একদম না হাসেন সেটা বারবার বলে দিয়েছিলেন পরিচালক। সেই মতো শুটের আগে রাতে গুগলে কিভাবে ভাইব্রেটর ব্যবহার করতে হয় তা শিখে নেন কিয়ারা। ব্যস, তারপরেই শট একদম পারফেক্ট।