বাংলাহান্ট ডেস্কঃ নিয়ম বহির্ভূত ভাবে ভারতীয় রেলের (indian railway) টিকিট বিক্রি করার জন্য গ্রেপ্তার হল এক তৃণমূল (tmc) কর্মী। বেলুড়ের ধর্মতলা রোডে ‘ক্যাফে ইন্টারনেট’ নামে সাইবার ক্যাফে খুলে ব্যাবসা করছিল শুভজিৎ দাস নামের ঐ ধৃত ব্যক্তি। বালি আরপিএফ ও আইআরটিসির যৌথ অভিযানে বেশ কিছু কারেন্ট টিকিট সহ ধরা পড়ে সে। তার ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, টিকিট বিক্রির বৈধ লাইসেন্স তার নেই। নিজস্ব পাসওয়ার্ড দিয়ে টিকিট কেটে মোটা টাকার বিনিময়ে সে যাত্রীদের বিক্রি করত। করোনা আবহে বিশেষ রেলের টিকিটও সে বিক্রি করেছিল বলে জানা গেছে।
শুভজিৎ এর দাদা বালি তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ছিলেন বলে জানা গিয়েছে। করোনা আবহে টিকিটের এই কালোবাজারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতারাও। এছাড়াও, রিষড়া থেকে ৪১ হাজার ৭০০ টাকার টিকিট সহ শামীম আহমেদ নামের একজন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে আরো ১১ জন।
রেলের তৎকাল টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ বরাবরের। বেশ কিছু ক্ষেত্রে রেল পদক্ষেপ নিলেও কালোবাজারিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নি। করোনা আবহে মোট ১৩ জনের গ্রেপ্তার রেলের সেই খামতিকেই আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।